০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

হোটেলেই জুমার নামাজ আদায় ক্রিকেটারদের

-

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ ঘিরে গোয়ালিয়রে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করে হয়েছে। কঠোর নিরাপত্তার বলয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা। এমনকি খেলোয়াড়দের হোটেলের বাইরে যেতেও বারণ করা হয়েছে। এসব কারণে হোটেল থেকে তিন কিলোমিটার দূরে গত পরশু শুক্রবার জুমার নামাজ আদায় করতে গোয়ালিয়র শহরের বিখ্যাত মতি মসজিদে যেতে পারেননি শান্তরা। টিম হোটেলেই নামাজ আদায় করেছেন তারা। শহরের একজন শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব শাহার কাজী বাংলাদেশ দলের হোটেলে যান এবং স্থানীয় সময় বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজে ইমামতি করেন। বাংলাদেশ দলের পক্ষ থেকে মসজিদে যাওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছেন গোয়ালিয়র জোনের পুলিশ মহাপরিদর্শক অরবিন্দ সাক্সেনা। তিনি বলেন, ‘মতি মসজিদকে ঘিরে আমরা নিরাপত্তাব্যবস্থা বিস্তৃত করেছিলাম। কিন্তু বাংলাদেশ দল আসেনি। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে মসজিদে যাওয়ার ব্যাপারে কোনো হুমকি দেয়া হয়নি। কেউ বাধাও দিতে বলেনি।’
এর আগে নিউজিল্যান্ড সফরে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তামিম-মুশফিকরা। ২০১৯ সালের ১৫ মার্চ, শুক্রবার ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলাকালে আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে ব্রেন্টন টারান্ট নামের এক সন্ত্রাসী গুলিবর্ষণ করলে ৫১ জন নিহত হন। ওই মসজিদে বাংলাদেশ দলের সদস্যরা জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে প্রবেশের ঠিক আগে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। দৌড়ে সেখান থেকে হ্যাগলি ওভালে ফেরত আসেন তারা, যেখানে অনুশীলন চলছিল তাদের।


আরো সংবাদ



premium cement