০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

গতিতে বন্দী থাকতে চান না নাহিদ

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর দিয়ে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। গতির ঝড় তুলে এই পেসার এক বছরের মধ্যে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। মাত্র চার টেস্ট খেলা এই পেসারকে ছাড়া বাংলাদেশের টেস্ট দল এখন ভাবাই প্রায় অসম্ভব। চলতি বছরের মার্চে টেস্ট অভিষেকের পর থেকেই মুগ্ধ করেছেন নাহিদ। সর্বশেষ পাকিস্তান সফরে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে সবার নজর কাড়েন বাংলাদেশের এই পেসার। ভারতের বিপক্ষেও তার প্রতি অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি।
দুই টেস্টের সিরিজ হলেও ভারতের বিপক্ষে শুধু চেন্নাই টেস্টে খেলেছেন নাহিদ। এই ম্যাচে দুই ইনিংসে দু’টি উইকেট পেয়েছেন। আর কানপুরে তাকে বাইরে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। নাহিদ জানিয়েছেন, ভারত সফরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তার। দেশে ফিরে গণমাধ্যমকে বলেন, ‘দুই জায়গাতেই আমি প্রসেসের মধ্যে ছিলাম। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। পাকিস্তান ও ভারতের উইকেট সম্পূর্ণ ভিন্ন। দুই জায়গায় দুই রকমের বোলিংয়ের পরিকল্পনা ছিল। এই জায়গাতেই অভিজ্ঞতা ভালো।’

ভারতের উইকেট নিয়ে নাহিদ বলেন, ‘ভারতের প্রথম দুই দিন পেস বোলিং-বান্ধব উইকেট ছিল। শেষ তিন দিনে স্পিনের সাহায্য ছিল। পাকিস্তানে ছিল স্পোর্টিং উইকেট, বোলিং ভালো করলে বোলিং, ব্যাটিং ভালো করলে ব্যাটিং। ভারতে তৃতীয় দিন থেকেই বল ঘোরে।’
আন্তর্জাতিক ক্রিকেটে শেখার কোনো শেষ নেই বলে মনে করেন নাহিদ। যে কোচের অধীনেই কাজ করছেন, শেখার চেষ্টা করছেন তিনি। গতি দিয়ে আলোচনায় আসা নাহিদ অবশ্য গতিতেই বন্দী হয়ে থাকতে চাইছেন না। তার ইচ্ছে নিজেকে ফিট রেখে দলের চাহিদা অনুযায়ী বোলিং করা। ‘আন্তর্জাতিক ক্রিকেটে যত দিন খেলব, শেখার কোনো শেষ নাই। ক্রিকেট ছাড়ার পরও শেখার শেষ নাই। আমি যে দেশেই যাচ্ছি, যে কোচের অধীনেই কাজ করছি, তার কাছ থেকে অনেক কিছু নেয়ার চেষ্টা করছি।’
এরপর নিজের বোলিং নিয়ে এই পেসার বলেন, ‘আমাকে সবচেয়ে জোরে বল করতে হবে এরকম কোনো ইচ্ছে নেই। ইচ্ছে একটাই নিজেকে ফিট রাখা। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করা। দলের চাহিদা যদি পূরণ করতে পারি, তাহলেই আমি খুশি।’

 


আরো সংবাদ



premium cement
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, শহরজুড়ে জলাবদ্ধতা দোয়ারাবাজারে ৩ আ’লীগ নেতা গ্রেফতার ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে : আইআরজিসি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান

সকল