০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

ভারতেই মাহমুদুল্লাহর শেষ দেখছেন শান্ত

গোয়ালিয়রে আগামীকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে গতকাল প্র্যাকটিসে ব্যস্ত বাংলাদেশ দল : বিসিবি -

দুই টেস্টের একটি ইনিংসেও ৩০০ রান করতে পারেনি টিম বাংলাদেশ। চেন্নাই আর কানপুরে চার ইনিংসের একবারও ২৩৫-এর ঘর (সর্বোচ্চ ২৩৪) অতিক্রম করতে পারেনি শান্তর দল। ঘুরে ফিরে দুই টেস্টের স্কোরলাইন ছিল প্রায় একই রকম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৯, আর পরের বার ২৩৪। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ আর দ্বিতীয় ইনিংসে ১৪৬। খুব স্বাভাবিকভাবে ফলও হয়েছে চরম খারাপ। প্রথম টেস্টে ২৮০ রানের বিরাট পরাজয়ের পর দ্বিতীয় টেস্টেও ভারতীয়রা জিতেছে সাত উইকেটে। টেস্ট সিরিজে এমন খারাপ খেলার পর টিম বাংলাদেশ প্রস্তুত হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজের খেলার জন্য। আগামীকাল গোয়ালিয়রে তিন ম্যাচের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-২০ থেকে সাকিব আল হাসানের অবসরের পর মূলত আলোচনা শুরু। কানপুরে সাকিব জানিয়েছিলেন, ২০২৬ টি-২০ বিশ্বকাপের দল গোছানোর জন্য তার সরে দাঁড়ানো উচিত। বাংলাদেশও হাঁটছে সেই পথে, তবে মাহমুদুল্লাহ রিয়াদের কি হবে? গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-২০-এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল্লাহকে নিয়ে পরিকল্পনার প্রশ্নে, ভারত সিরিজেই তার শেষের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ। তার অধীনে ২০২২ বিশ্বকাপ খেলে বাংলাদেশ। পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারিয়েছেন, বাদ পড়েছেন দল থেকে। কঠোর অনুশীলন ও অধ্যবসায়ে দলে ফিরলেও এখন পারফরম্যান্সের গ্রাফ তলানিতে। শান্তর কথায়, ‘রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সাথে কথাও বলবেন। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সাথে একটা আলোচনা তো হবেই। মনে হচ্ছে না ভারত সিরিজের পর রিয়াদ কন্টিনিউ করবেন।’
২০২৪ সালে মাহমুদুল্লাহ ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে ফিফটি করেছেন। সবশেষ ৯ ম্যাচের কোনোটিতে ২৫ রানের উপর উঠতে পারেননি। সবশেষ ম্যাচে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন ৯ বলে ছয় রান করে। তাতে ডট বল ছিল ছয়টি! সাকিবের অবসর ঘোষণার পর ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ কবে অবসর নেবে এই আলোচনা ওঠে। যার রেশ দেখা গেল ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ শুরুর দুই দিন আগে। যেখানে বেশ কয়েকবার মাহমুদুল্লাহকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।

শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচক-বোর্ডের কোর্টে। তার সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কি না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কি না...। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।’
অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে না মাহমুদুল্লাহকে। সতীর্থদের বলে কয়েকবার বোল্ড হয়েছেন, ঠিকঠাক শটও যেন হচ্ছিল না। এ ছাড়া দেশে অনুশীলন ম্যাচেও ভালো করতে পারেননি। একই জায়গায় শামীম পাটোয়ারিকে না নিয়ে মাহমুদুল্লাহকে নেয়ার প্রশ্নে শান্ত পাল্টা জিজ্ঞাসা করেন, কার সাথে কার তুলনা করছেন? ‘কার সাথে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু অনেক ম্যাচ জয়ের পেছনে উনার অনেক অবদান আছে।’
শান্ত আরো বলেন, ‘শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। কিন্তু আমি এ জায়গায় তুলনায় এখনই যেতে চাই না, শামীম দারুণ ব্যাটিং করছে। যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলে খুব ভালো সার্ভিস দেবে। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।’

গোয়ালিয়রে প্রচণ্ড গরম
কানপুরে টেস্ট সিরিজ শেষ করার পর শান্তর দল এখন গোয়ালিয়রে। স্থানীয় সময় দুপুরে তিন ঘণ্টা অনুশীলন করেছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজ ও শরিফুলরা। কানপুরে বৃষ্টি ভুগিয়েছে। বৃষ্টিতে শেষ টেস্টের আড়াই দিনের বেশি সময় ধুয়ে গেছে কিন্তু গোয়ালিয়রে ঠিক উল্টো। কড়া রোদ। প্রচণ্ড গরম।
টিম বাংলাদেশের ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, গোয়ালিয়রে আবহাওয়া একদম শুষ্ক। তীব্র গরম। একদম দুবাইয়ের মতো আবহাওয়া। এর মধ্যেও বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘণ্টা নিবিড় অনুশীলন করেছে ক্রিকেটাররা।

 


আরো সংবাদ



premium cement
নতুন বিপ্লবকে মানুষের সত্যিকারের মুক্তির বিপ্লবে পরিণত করতে হবে : সেলিম উদ্দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, শহরজুড়ে জলাবদ্ধতা দোয়ারাবাজারে ৩ আ’লীগ নেতা গ্রেফতার ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে : আইআরজিসি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

সকল