০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হারের দায় ব্যাটারদের দিলেন শান্ত

-

কানপুরে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দিয়েছেন জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে যা কখনো হয়নি। ম্যাচের ভাগ্য লিখা হয়ে গিয়েছিল চতুর্থ দিনই। অভিজ্ঞ রোহিতের পরিকল্পনার কাছে হার মেনেছেন তরুণ শান্ত। টেস্ট যে টি-২০তে রূপ নিবে, তা ছিল শান্তর ধারণার বাইরে। এটাই ভারতীয় ক্রিকেট। বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারের দায় দিলেন ব্যাটারদের। জানালেন থিতু হয়ে উইকেট খুইয়ে বসার কারণেই এমন বিপর্যয় নেমেছে।
দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার ফলে ম্যাচটা কার্যত তিন দিনের ম্যাচ হয়ে গিয়েছিল। এরপরও বাংলাদেশ খেলাটা শেষ দিনের শেষ সেশন পর্যন্ত নিয়ে যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট। এরপর ভারত ৯৫ রানের লক্ষ্য দ্রুতই তাড়া করে ফেলেছে ৭ উইকেট হাতে রেখে। কানপুরের পঞ্চম দিনের উইকেটটায় অসমান বাউন্স ছিল। তবে পঞ্চম দিনের হিসেবে টার্ন অত ছিল না। কিন্তু সেখানেও রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ।
এমন হারের পর শান্ত বলেন, দুই টেস্টেই আমরা ব্যাটিং ভালো করিনি। যদি আপনি আমাদের ব্যাটারদের দিকে তাকান, তাহলে দেখবেন আমাদের সবাই ৩০-৪০ বল খেলে আউট হয়ে এসেছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ যে আপনি যখন থিতু হবেন, তখন আপনাকে বড় রান করতে হবে।
ভারতও প্রথম ম্যাচে বিপদে পড়েছিল। ১৪৪ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল। তবে এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটিতে ভর করে ভারত ম্যাচে ফেরে। বাংলাদেশ এটা দেখেছে খুব কাছে থেকে, তবু শিখতে পারেনি কিছুই।
বিষয়টা নিয়ে শান্ত বলেন, যেভাবে অশ্বিন আর জাদেজা তখন ব্যাট করেছে, তা বেশ ভালো ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে ওসব মুহূর্তের দিকে মনোযোগ দিতে, কিভাবে আমরা ওই উইকেটগুলো নিতে পারি। ওই জুটির কাছেই আমরা হেরে গিয়েছিলাম।
তবে ম্যাচের ইতিবাচক দিকগুলোর দিকেও তাকাতে ভুলেননি শান্ত। বলেছেন, যেভাবে মুমিনুল প্রথম ইনিংসে ব্যাট করেছে, তা আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। যেভাবে দুই ইনিংসে মিরাজ দুই ইনিংস ধরেই বল করেছে, তা সত্যিই বেশ ভালো ছিল।

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলে ইরানের ১৮১ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিশোধের হুমকি নেতানিয়াহুর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান সংস্কারের পরই নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে এমডির সহযোগিতায় ৭৫ কোটি টাকা লোপাট : পর্ষদ ভেঙে দেয়ার দাবি ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পানি কমলেও বাড়ছে ভাঙন রেমিট্যান্সে সেপ্টেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি ৮০.২১ শতাংশ ‘ন্যায্যতাই’ কেবল বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই করবে

সকল