২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

উইকেটের আচরণ ভাবাচ্ছে শান্তকে

বৃষ্টিতে দ্বিতীয় দিনে একটি বলও গড়ায়নি
বৃষ্টি থেকে পিচকে রক্ষা করতে ব্যস্ত কানপুরের গ্রিন পার্কের গ্রাউন্ডসকর্মীরা : ক্রিকইনফো -

কানপুর টেস্টের দ্বিতীয় দিনও আধিপত্য ছিল বৃষ্টির। আগের রাত থেকে ঝরা বৃষ্টি গতকালও ছিল বিরামহীন। খেলোয়াড়রা সকালে মাঠে এলেও কিছুক্ষণ পরই ফেরেন হোটেলে। এ দিন একটি বলও খেলা সম্ভব হলো না। চা বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তির ঘোষণা করেন আম্পায়াররা। দিনটি দুই দলের খেলোয়াড়দের জন্যই ছিল হতাশার। বৃষ্টির কারণে উইকেট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সেই হতাশার কথা লুকাননি বিসিবিকে পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, ‘টানা দুই দিন কাভারে ঢাকা উইকেটে আবার যখন খেলা শুরু হবে, তখন কেমন আচরণ করবে কে জানে! সামনে হয়তো ডে থ্রি, ডে ফোর- যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। দুশ্চিন্তা তাই উইকেট নিয়েও। বৃষ্টি শেষে উইকেটে যে ব্যাটিং করা সহজ হবে না। সে ক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে। তা ছাড়া আমি বলব উইকেট ভালোই ছিল।’

কানপুর টেস্টে বৃষ্টিবাধায় খেলা বন্ধ হওয়ার আগে প্রথম দিন ৩৫ ওভারে তিন উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও ৬ রান নিয়ে উইকেটে ছিলেন মুশফিকুর রহীম। দ্বিতীয় দিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচের পরিস্থিতি নিয়ে নামজুল বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো, এরপর বন্ধ হয়ে গেল। আজ (গতকাল) সারা দিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য- এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, প্রথম দিনে আমাদের উইকেট একটা বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দু’টি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’
তবে বৃষ্টির দুশ্চিন্তা মাথায় নিয়ে খেললে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখা যে কঠিন, সেটিও মনে করিয়ে দিয়েছেন শান্ত। ‘উইকেট ভালোই ছিল। এখানে চ্যালেঞ্জ যেটা বেশি, সেটা অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে- এটা একটা কঠিন ব্যাপার।’

 


আরো সংবাদ



premium cement