২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ২( ৮ ) : ২(৭) পাকিস্তান
ট্রাইব্রেকারে জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস : বাফুফে -

বয়সভিত্তিক ফুটবলে টাইব্রেকারে বাংলাদেশের জয়ের ঘটনাটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এবারের অনূর্ধ্ব-১৬ মহিলা সাফ এবং অনূর্ধ্ব-২০ পুুরুষ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল টাইব্রেকার জিতে। দুই ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল ভারত। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফে এই পেনাল্টি শুট আউটে জিতেই শিরোপায় হাত দিয়েছিল। সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। কখনো মেহেদী হাসান, কখনো ইয়ারজান বেগম এবং শেষবার গোলরক্ষক আসিফের কল্যাণে টাইব্রেকারে জয়। গতকাল ভুটানের থিম্পুর চালিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফের সেমিতে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়েছে গোলরক্ষক ইমতিয়াজ রহমানের কৃতিত্বে। ২-২ এ ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারের পাঁচ শটেও ৫-৫-এ সমতা। এরপর সাডেন ডেথ এ-ও সমান তালে লড়ছিল দুই দল। তবে পাকিস্তান অষ্টম শট বাংলাদেশ কিপার ইমতিয়াজ রহমান ডান দিকে শরীর ফেলে রুখে দিলে এবং এরপর বাংলাদেশের আশিকুর রহমান এই স্পট কিকে গোল পেলে ফাইনালে খেলা নিশ্চিত হয় সাইফুল বারী টিটুর দলের। কাল অপর সেমিতে নেপালতে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ দুই গোলে পিছিয়ে ছিল। এই অবস্থায় তারা দুই গোল পরিশোধ করে ম্যাচকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যায়।
ম্যাচের ৩২ মিনিটে মোহাম্মদ শাহাব আহমেদের গোলে এগিয়ে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৭। ৬২ মিনিটে আবদুল রেহমান গোল করলে ২-০তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ৭৪ ও নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মানিকের জোড়া গোলে ২-২-এ সমতায় ফিরে যুবারা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম সাত শটে দুই দলের খেলোয়াড়রাই ঠিকানা খুঁজে পান জালের। বাংলাদেশের মোহাম্মদ মোর্শেদ আলী, মোহাম্মদ জয় আহমেদ, মোহাম্মদ কামাল মৃধা, মোহাম্মদ সিয়াম অমিত, মোহাম্মদ মানিক, আকাশ আহমেদ ও মোহাম্মদ মিঠু চৌধুরী জালে বল পাঠান। পাকিস্তানের হয়ে অষ্টম শট নিতে আসেন আবদুল ঘানি। তার নেয়া শটটি ঠেকিয়ে দেন নাহিদ ইসলামের বদলি হিসেবে মাঠে নামা গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। আর শেষ শটে আশিকুর রহমান গোল করলে ফাইনালে উঠার উল্লাসে মেতে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।


আরো সংবাদ



premium cement