২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মাঠে আর গরুর হাট বসবে না

‘মাঠ নষ্ট হবে এমন কোনো কাজ আমরা করবো না। গরুর হাটের টাকায় যে ক্লাবকে চলতে হবে তা নয়। ক্লাবের আয়ের আরো উৎস আছে।’ -সাব্বির আহমেদ আরিফ
ক্ষমতার পালা বদলে ব্রাদার্সের মাঠেও লেগেছে পরিবর্তনের ছোয়া। নতুন ঘাস লাগিয়ে করা হচ্ছে খেলা উপযোগী : নয়া দিগন্ত -

‘ঢাকার বুকে আমাদের এই ক্লাব। এই ক্লাবের নিজস্ব মাঠ আছে। আমরা এখানে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফুটবল এবং ক্রিকেটের প্র্যাকটিস মাঠ গড়ে তুলতে চাই। সাথে অন্য খেলার ব্যবস্থাও থাকবে। স্্েরফ একটি স্পোর্টিস কমপ্লেক্স করতে চাই।’ পরশু ক্লাব ভবনে মিডিয়ার সাথে কথা বলার সময় এই তথ্য দেন আহ্বায়ক কমিটির প্রধান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এই মাঠে কিছু দিন আগেও ছিল না খেলার পরিবেশ। ক্লাবের পাশের এই মাঠে এক সময় গরুর হাটও বসতো। ক্লাব কর্তৃপক্ষের জবাব ছিল এই কোরবানির গরুর হাটের টাকা ক্লাবের আয়ের একটি উৎস। যদিও মাঝে বন্ধও ছিল মাঠে হাট বসা। তবে ভবিষ্যতে এই মাঠে আর হাট বসবে না। জানান ক্লাবের আহবায়ক কমিটির সদস্যসচিব সাব্বির আহমেদ আরিফ। আগে এই ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন আরিফ। এবারের বাফুফের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করার পরিকল্পনা তার।
আরিফ জানান, এই মাঠে আর গরুর হাট বসতে দেবো না। মাঠ নষ্ট হবে এমন কোনো কাজ আমরা করবো না। গরুর হাটের টাকায় যে ক্লাবকে চলতে হবে তা নয়। ক্লাবের আয়ের আরো উৎস আছে। আমরা ইতোমধ্যেই মাঠ সংস্কারের কাজ শুরু করেছি।’ তার মতে, ‘স্পোর্টসের জনপ্রিয়তা হারিয়েছে বলেই স্পন্সর হারিয়ে গেছে। খেলাধুলা যদি আবার জনপ্রিয়তা পায় তাহলে স্পন্সরও আসবে। স্পন্সরের অভাব হবে না। স্পোর্টসকে অনেকেই ভালোবাসে।’

ক্লাবের একটি মাঠে শুধু তাদের সিনিয়র দলই অনুশীলন করে না। সঠিক পরিকল্পনা থাকলে এই মাঠে উন্নতমানের ইয়ুথ অ্যাকাডেমিও হতে পারে। এই অ্যাকাডেমির ফুটবলার বিক্রিও আয়ের একটি উৎস। আরিফ জানান, ব্রাদার্স মাঠে আমাদের ইয়ুথ অ্যাকাডেমি হবেই। এটা আমাদের সিদ্ধান্ত। আহ্বায়ক কমিটির প্রধানেরও সেই পরিকল্পনা।’ ব্রাদার্স ফুটবলের সাথে ক্রিকেটেও শীর্ষ পর্যায়ে খেলে। জাতীয় দলের বহু ক্রিকেটারের পাশাপাশি বিদেশী নাম করা ক্রিকেটারও এই ক্লাবে খেলেছেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ভালো দল গড়ার ঘোষণা দিলেন আরিফ।
এবার ব্রাদার্স অনেকটা অপ্রত্যাশিতভাবেই শক্তিশালী দল গড়ে ফেলেছে। জাতীয় দলে খেলা মাহাবুবুর রহমান সুফিল, আশরাফুল ইসলাম রানা, মোনায়েম রাজু, রহমত মিয়া, জাতীয় দলের সাথে থাকা গোলরক্ষক পাপ্পু হোসেন এবার কমলা রঙের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন। মূলত রাজনৈতিক পালাবদলের পর শেখ জামাল এবং শেখ রাসেল বিপিএলে খেলতে অস্বীকৃতি জানান। ফলে এই দুই দলের প্রতিষ্ঠিত ফুটবলারদের নিতে পেরেছে ব্রাদার্স। এ প্রসঙ্গে আরিফের জবাব, ‘ভালো চিন্তা থাকলে ভালো দল হয়েই যায়।’


আরো সংবাদ



premium cement