২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

এক পদে ২ মেয়াদের বেশি নয় : ক্রীড়া উপদেষ্টা

-

ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়েই গতকাল বিভিন্ন ফেডারেশন কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, রেফারির সাথে মতবিনিময় সভা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে হয় এই সভা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর অনেক অসঙ্গতি চোখে পড়েছে ক্রীড়া উপদেষ্টার। এতে তার উপলব্ধি কোনো ফেডারেশনেই কোনো পদে একজন দুই বছরের মেয়াদে থাকতে পারবে না। কাল এই সভায় ক্রীড়া উপদেষ্টা জানান, ‘কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়।’ তার মতে, ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য, ‘ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না আসে।’
ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে চান আসিফ মাহমুদ, ‘অবশ্যই খেলাধুলার জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের কাছে ফেডারেশনগুলোর নিয়মিত অডিট রিপোর্ট দিতে হবে।’


আরো সংবাদ



premium cement