১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিফা র‌্যাংকিংয়ে আরো পেছাল বাংলাদেশ

-

ফিফা র‌্যাংকিংয়ে আরো দুই ধাপ পেছাল বাংলাদেশ। গতকাল সর্বশেষ হালনাগাদে ১৮৪ থেকে ১৮৬-তে নেমে গেছে হাভিয়ের কাবরেরার দল।
র‌্যাং কিংয়ে উন্নতির আশায় সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ খেললেও লাভ হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতলেও পরের ম্যাচ হেরে যায় একই ব্যবধানে। যার প্রভাব পড়েছে রথ্যাংকিংয়ে। রেটিং পয়েন্ট ০.০৪ বেড়ে তা সর্বমোট ৮৯৬.৭১ হলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি। এ দিকে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র‌্যাং কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তারা অবস্থান করছে এখন ১৮৪-তে। পার্শ্ববর্তী দেশ ভারতেরও র‌্যাং কিংয়ে অবনতি হয়েছে। দুই ধাপ নেমে তারা পৌঁছেছে ১২৬-এ। দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে মালয়েশিয়া ১৩২, আফগানিস্তান ১৫২, মালদ্বীপ ১৬৩, মিয়ানমার ১৬৭, নেপাল ১৭৬তম অবস্থানে রয়েছে। ফিফা র‌্যাং কিংয়ের এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১৯৭-এ।
এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে ৩ নম্বর পটে থাকার আশা করলেও সেটা এখন আর সম্ভব নয়। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার কথা রয়েছে। আলোচনা চলছে কয়েকটি দেশের সঙ্গে।


আরো সংবাদ



premium cement