১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আগডুম বাগডুম : কবিতা

-

দেশটাকে গড়ব
মাহমুদ সালিম

আয়রে তোরা কে যাবি অই
ময়ূর পঙ্খি নায়
পাল উড়িয়ে বৈঠা ধরে
পাড়াতলির গাঁয়।

কে কে যাবি শাপলা বিলে
কদম গাছের তল
যেখানে সেই ঢেউয়ের বাহার
নদী ভরা জল।

সবাই মিলে খেলব মাটির
চড়–ইভাতি খেলা
দূর করব সকল আঁধার
কিংবা অবহেলা।

আমরা সবাই ঐক্য গড়ে
সঠিক পথে চলব
নতুন করে প্রজ্ঞা নিয়ে
দেশটা সবাই গড়ব।

 

চেটে নয়
গিয়াস হায়দার

চেটে নয় খেটে খাও
পাবে তাতে সুখ
বেলা শেষে উঁকি দেয়
ঈদ হাসি মুখ।

আয় হোক যত ছোট
মন হোক ভালো
এই মনে সুখ প্রীতি
জ্বলে নূর আলো।

শ্রমিকের ঘাম ঝরে
সৎ হয় রুজি
হোক এটি ছোটখাটো
ব্যবসার পুঁজি।

গায়ে খাটা রুজিতে
সেরা তার মান
চেটে নয় খেটে খেলে
বাঁচে সম্মান।

 


লেজকাটা নেকড়ে
রেবেকা টপি

নেকড়ে গেল গভীর বনে
বড্ড ক্ষুধা পেটে,
সারাটা দিন হয়নি খাওয়া
মরছে ছুটে ছুটে।

বুদ্ধি দিয়ে ছল খাটিয়ে
পায়নি শিকার আজ,
পেটের ক্ষুধায় শিয়াল মামার
পড়ল মাথায় বাজ।

লেজটা সে যে হারিয়েছে
শিকার ধরতে গিয়ে,
লজ্জায় এখন দিন কাটে তার
কাটা লেজটা নিয়ে।

অবশেষে মিলল খাবার
মরা খরগোশ ছানা,
ক্ষুধার জ্বালায় চেটেপুটে
খেয়ে নিলো খানা।

 


টুনির পরিতাপ
মোশাররফ হোসেন

ছোট্ট একটা পাতার নিচে
টুনি পাখির বাসা,
ডিম ফুটে তার ছানা হবে
মনে কতই আশা।

ডিমের যতেœ দিন কেটে যায়
স্বপ্ন চোখে রঙিন,
সকল কষ্ট দূর হলো তার
ফুটল ছানা যে দিন।

একটা কুকুর বাসার নিচে
থাকে সদাই শুয়ে,
বলল তারে আর থেকো না
ছানা কাঁপে ভয়ে।

হঠাৎ সেদিন বিড়াল এসে
বাসায় দিলো হানা,
ঘরটি যে তার ভেঙে দিয়ে
খেয়ে নিলো ছানা।

টুনি তখন বুঝতে পারে
গভীর পরিতাপে,
শত্রু ভেবে বন্ধুকে হায়
তাড়ালো কোন পাপে।

 

ঋতু-রানী শরতে
শাকেরা বেগম শিমু

চাষি জমি চাষে,
নদীপাড়ে মনকাড়ে শরতের কাশে।

ঝরে পড়া শিউলি,
দেখে সুখে গায় গান পাপিয়া ও পিউলি।

মধু এই লগনে,
সাদা মেঘ ভেসে যায় নীল নীল গগনে।

ঋতু-রানী শরতে,
শিশির-মুক্তা জমে ঘাসের পরতে।

 

দুষ্ট ইঁদুর
আব্দুস সাত্তার সুমন

দুষ্টু ইঁদুর দুষ্টু ইঁদুর
চঞ্চলতা ভারী,
ক্ষুদ্র তাহার জীবন গতি
গর্তে বসতবাড়ি।

তীক্ষè বাহার দাঁতের মাড়ি
কেটে কুচি কুচি,
যেটা পাবে সেটা খাবে
বড্ড তাদের রুচি।

বীর সেনানির মত করে
ধ্বংস করে সাভার,
ওদের জ্বালায় লুকিয়ে রাখি
আছে যত খাবার।

ক্ষেত খামারে চাকরি করে
দুষ্টু ইঁদুর সচল,
বাড়ি ঘরের দোকানপাটে
বিড়াল ছাড়া অচল।

 

দেশের মাটি
মোস্তাক আহমেদ অনিক

এই মাটি আমার মা
তোমায় ভুলতে পারি না
মায়ের ভালোবাসার স্নেহ
কোথায়ও পায় না কেহ।

বলি আমি সবার কাছে
যাদের ভালোবাসা আছে
কেউ যেয়ো না দেশকে ছেড়ে
দুঃখ যত আসুক তেড়ে।

মাকে সেবা করে যারা
ভালো ফল পাবে তারা
দেশকে ভালোবাসলে তবে
তারা-ই দেশ প্রেমিক হবে।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল