নুসরাতের ঈদ আনন্দ
- ইরফান তানভীরদ
- ২১ জুন ২০২৪, ০০:৪৮
ছোট্ট মেয়ে নুসরাত। বয়স সবে পাঁচ। গাঁয়ের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দারুণ চঞ্চল। দুষ্টুমিতে সারাক্ষণ পুরো বাড়ি মাতিয়ে রাখে। পাশের বাড়িতে তার একজন বান্ধবী আছে। নাম ফারিহা। দু’জনের মধ্যে খুবই মিল। ফারিহাকে ছাড়া যেন চলে না নুসরাতের।
নুসরাতের বাবা কাঞ্চন ভূঁইয়া। থাকেন সৌদি আরবে। গত বছর দেশের বাইরে পাড়ি জমান তিনি। মেয়ে নুসরাতকে নিয়ে তার অনেক স্বপ্ন। প্রতিদিন নিয়ম করে নুসরাতের সাথে ভিডিওকলে কথা বলেন তিনি। বাবা ফোন না দিলে খেতে বসতে চায় না নুসরাত। কাজের চাপে সেদিন বাবা ফোন দিতে না পারায় কিচ্ছু খায়নি সে। শত চেষ্টা করেও মা নুসরাতকে কিছুই খাওয়াতে পারেননি। ব্যস্ততা শেষে রাতে বাবা ফোন দিলে অভিমান ভাঙে নুসরাতের।
ঈদের আর মাত্র দু’দিন বাকি। পাড়ার ছেলেমেয়ে সবার নতুন জামা কেনা শেষ। এখনো নতুন জামা কেনা হয়নি নুসরাতের। এবার ঈদে তার দু’টি নতুন জামা চাই! একটি গোলাপি ও আরেকটি মিষ্টি রঙের।
নুসরাত মায়ের কাছে শুনেছিল বাবা বিমান দিয়ে আকাশপথে উড়ে গেছেন। সেই থেকে নুসরাতের ধারণা তার বাবা আকাশে থাকেন। তাই সে পাড়ার সমবয়সী সাথীদের বলে বেড়ায়Ñ বাবা আকাশ থেকে তার জন্য নতুন জামা নিয়ে আসবে।
আজ সন্ধ্যায় বাবা ফোন করলে সে বাবার কাছে বায়না ধরে নতুন জামা কিনে দেয়ার। অভিমান ভরা মন ও চাপা কণ্ঠে সে বাবাকে বলেÑ
বাবা, সবাই ঈদের নতুন জামা কিনে ফেলছে। তুমি কখন আকাশ থেকে আমার জন্য জামা নিয়ে আসবে?
এই তো মামণি আমার, আমি আগামীকালই তোমার জন্য আকাশ থেকে জামা কিনে নিয়ে আসব।
বাবা, আকাশে কি খেলনাপাতি পাওয়া যায়?
হ্যাঁ মামণি,পাওয়া যায়।
আকাশে কি লিপস্টিক পাওয়া যায়?
হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে, আকাশে সব পাওয়া যায়। এখানে বড় বড় শপিংমল আছে।
ঠিক আছে বাবা, তাহলে আম্মুর জন্য লিপস্টিক, আর আমার জন্য নতুন জামা নিয়ে আসবে।
বাবা-মেয়ের এমন আহ্লাদি কথপোকথন শুনে নুসরাতের মা মিটিমিটি হাসে।
আগামীকাল ঈদ! সন্ধ্যা হতেই পাড়ার ছেলেমেয়েরা চাঁদ দেখার জন্য গাঁয়ের পশ্চিম কোণে জড়ো হয়। নুসরাতও ফারিহাকে নিয়ে সবার সাথে অংশ নেয়। পশ্চিম দিগন্তে দেখা দেয় একফালি বাঁকা চাঁদের স্নিগ্ধ হাসি। চাঁদ দেখতেই শুরু হয় তাদের হৈ-হুল্লোড়।
সন্ধ্যার পরেই বিমানবন্দরে এসে অবতরণ করেন নুসরাতের বাবা। মেয়ের জন্য দু’টি নতুন জামা, নুসরাতের মায়ের জন্য লিপস্টিকসহ ইত্যাদি আরো অনেক কিছু নিয়ে রাত ১০টার আগেই বাড়ি ফেরেন কাঞ্চন ভূঁইয়া। বাবাকে সুদীর্ঘ একটি বছর পর কাছে পেয়ে সে কী আনন্দ নুসরাতের! নতুন জামা পেয়ে খুশিতে বাকবাকুম। বাবাকে জড়িয়ে ধরে নুসরাত। বাবাও তাকে কোলে তুলে নেয়।
খুব সকালে ঘুম ভেঙে যায় নুসরাতের। বাবাকে আজ সেই ডেকে তোলে। নুসরাতের ধারণা অনুযায়ী, আকাশ থেকে নিয়ে আসা নতুন জামা খেলার সাথীদের দেখায়। নুসরাতের নতুন জামা দেখে মনটা খারাপ হয়ে যায় ফারিহার। ফারিহার বাবা নেই। তাই কেউ এখন তাকে আর নতুন জামা কিনে দেয় না। বাবার কথা মনে পড়ে যায় ফারিহার। দু’চোখ বেয়ে কান্না আসে। ফারিহাকে কাঁদতে দেখে খুব মায়া হলো নুসরাতের। তাই নুসরাত তার একটি জামা ফারিহাকে দিয়ে দেয়। এভাবেই ছোট্ট নুসরাত ভাগাভাগি করে তার ঈদের আনন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা