১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগডুম বাগডুম : কবিতা

-

চড়াইয়ের বড়াই
সায়ীদ আবুবকর

যাচ্ছিল এক হাতির ছেলে
গদার মতো চার পা ফেলে,
কুলোর মতো কান ফুলিয়ে,
বাতাসে তার শুঁড় দুলিয়ে।

তাই দেখে এক পিচ্চি চড়াই,
বসেছিল বরই গাছে,
বলল, কোথাও কেউ কি আছে
আমার সাথে করবে লড়াই?

তাই শুনে সেই বাচ্চা-হাতি
রেগে গিয়ে, ফুলিয়ে ছাতি,
ধরতে গেল চড়াইটাকে।
শুঁড় দিয়ে যেই ধরবে তাকে,
অমনি খেলো কাঁটার খোঁচা;
ব্যথায় সে শুঁড় করলো ওঁচা,
তারপার ‘ও মাগো!’ বলে
নিজের পথেই গেল চলে।

পিচ্চি চড়াই উঠল হেসে,
এই মুলুকে কে আছে, সে
আমার সাথে করবে লড়াই?
আমি কি আর যে-সে চড়াই!

 

মেঘ ভেসে যায়
সৈয়দ মাশহুদুল হক

কাঠফাটা রোদ্দুরে
মেলা দায় দৃষ্টি
আচমকা ঝড় এলো
সাথে নিয়ে বৃষ্টি।

চুপচাপ পাখিকুল
নাই সাড়া-শব্দ
ভিজে ভিজে জবুথবু
তাই তারা স্তব্ধ।

আম জাম কাঁঠালের
প্রাণকাড়া গন্ধে
কাঠফাটা রৌদ্রেও
দেশ ফিরে ছন্দে।

জলে ভরে খাল বিল
করে থইথই
বুড়ো দাদু হাঁস ডাকে
আয় তই-তই।

খোকাখুকি দলবেঁধে
ঢিল ছুঁড়ে আমে
চাষি ভাই ধান কাটে
গা ভিজে ঘামে।

মেঘ ভেসে যায় দূরে
রোদ দেয় উঁকি
চেয়ে দেখে ফিক করে
নেই কোনো ঝুঁকি।

 


প্রজাপতির পাখা
নকুল শর্ম্মা

প্রজাপতির পাখায় পাখায়
রঙবেরঙের মেলা,
মনের সুখে ফুলের বনে
কাটায় সারা বেলা।

প্রজাপতি শুনবে কি ভাই
আমার খোকার কথা?
আয় না কাছে ডাকছি তোকে
নয় রে নয় অযথা।

কে দিলো তোর পাখায় এঁকে
এত রঙের খেলা
এসব ভেবে খোকা আমার
কাটায় সারা বেলা।

প্রজাপতি মিষ্টি হেসে
যায় পালিয়ে দূরে,
খোকা তবু ডাকতে থাকে
আধো আধো সুরে।

 


সূর্য মামার বিয়ে
জাকির শায়েরী

খোকা যাবে মেঘের বাড়ি
মেঘের ভেলা দিয়ে
কতো রকম খেলনাপাতি
সঙ্গে যাবে নিয়ে।

রোদ বৃষ্টির মাঝেই নাকি
সূর্য মামার বিয়ে
চাঁদের বুড়ি ব্যস্ত অনেক
গান শোনাবে গিয়ে।

সূর্য মামার বিয়ে হবে
সঙ্গে যাবে টিয়ে
সেই খুশিতে নাচে খোকা
সূর্য মামার বিয়ে।

 

পাকা আম
ইরফান তানভীর

একটি গাছে কাঁঠাল পাকে
একটি গাছে আম,
খোকন সোনা শাখায় বসে
খায় প্রতিদিন জাম!

এগাছ থেকে ওগাছ চড়ে
খোকন সোনা রোজ,
কোন গাছে কোন আম পেকেছে
রাখে তারই খোঁজ।

সদলবলে খোকন সোনা
আম বাগানে যায়,
পাকা রঙিন আমগুলো যে
সবাই মিলে খায়!

 


সাহসী খোকা
নাহিদ সরদার

হঠাৎ করে কালো মেঘে
আকাশ গেছে ছেয়ে,
ঝড় উঠেছে মাঝ দরিয়ায়
আসছে বাতাস ধেয়ে।

ছুটছে মানুষ উড়ছে ধুলো
সবার চোখে ভয়,
নদীর পানি উছলে পড়ে
বন্যা যদি হয়।

ঝড় উঠেছে যাসনে খোকা
ডাকছে খোকার মায়
খোকার সে সব থোড়ায় কেয়ার
আম কুড়াতে যায়।


আরো সংবাদ



premium cement