১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

-

ভ্রমণ সাধারণত আনন্দের হয়, তবে সেই আনন্দের সাথে যদি ভয় ও থ্রিল একাকার হয়ে যায়, তাহলে সেখানে দারুণ একটা রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয়।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন বইটিতে লেখক সেটাই দেখিয়েছেন।
লেখক তার স্বকীয় দক্ষতায় ভ্রমণ উপন্যাসে দারুণভাবে তুলে ধরেছেন মানুষের মনোজগতকেও। একই সাথে ভ্রমণের নানারকম বিচিত্র আকর্ষণীয় দিকগুলো। বইটি পড়লে সুন্দরবনের প্রতিটি চিত্র যেন চোখের সামনে ভেসে ওঠে বাস্তবের মতোই।
সুন্দরবনের আশপাশের যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলোও নিখুঁতভাবে উপলব্ধির ছোঁয়া মিশিয়ে লেখা হয়েছে। একই সাথে ছোটদের কৌতূহলী করে তুলতেও তিনি সিদ্ধহস্ত। যা বইটি পাঠ শুরি করলেই বুঝা যায়। ছোটদের জগতের যে নিয়মধারা তা লেখনীতে তুলে এনেছেন লেখক সুচারুভাবে। অ্যাডভেঞ্চার ও ভ্রমণের সাথে ভ্রমণের সময়ে স্বাস্থ্য সচেতনার বিষয়ে লিখতেও ভুলে যাননি লেখক।
বইটি পড়লে সুন্দরবন এবং সুন্দরবনকেন্দ্রিক মানুষ, পরিবেশ, স্থান, সব কিছু সম্পর্কে ভালো একটা ধারণা হবে সবার। যারা সুন্দরবনে যেতে পারেন না বা যাওয়া হয়নি বা যাওয়ার সুযোগ নেই তাদের জন্য বইটি খুবই প্রয়োজনীয় একটি বই বলে মনে হয়েছে আমার কাছে। ইতিহাস ও ঐতিহ্যের নানারকম বিষয়ও আছে এখানে।
এ সময়ের জনপ্রিয় লেখক আহমাদ স্বাধীন দারুণ সব অ্যাডভেঞ্চারের বর্ণনা করেছেন অ্যাডভেঞ্চার অব সুন্দরবন-এ। বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। মনোমুগ্ধকর প্রচ্ছদ করেছেন সঞ্জীব রায়।
৮৮ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা মাত্র।
পরে জেনেছি লেখকের অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম বই এটি। পরের বইটি তিনি লিখেছেন দার্জিলিং ভ্রমণ করে। নাম অ্যাডভেঞ্চার অব দার্জিলিং। আশা করছি, সেটাই অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের মতোই উপভোগ্য হবে। যা পাঠ-পরবর্তী আলোচনায় জানাব।
লেখকের পাঠকপ্রিয়তা ও তার লেখার সীমানা আরো সমৃদ্ধ হোক।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল