আগডুম বাগডুম : কবিতা
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইস্টিশনে ট্রেনের বাড়ি
কামাল হোসাইন
ট্রেন ছুটেছে ট্রেন ছুটেছে
কুমোর পাড়া দিয়ে
নদনদী খাল গাঙ পেরিয়ে কত্ত মানুষ নিয়ে।
উঠছে মানুষ নামছে আবার
যে যেখানে যাবে
কেউবা যাবে মামার বাড়ি কে তাকে আটকাবে?
হঠাৎ সে ট্রেন বাজায় ভেঁপু
কান ফাটানো স্বরে
দিনরাত্তির নেই অবসর ছুটছে এমন করে।
ইস্টিশনে ট্রেনের বাড়ি
তাই সেখানে থামে
ট্রেন চলেছে দেশ ছাড়িয়ে দিল্লি মিজোরামে।
শহর ছেড়ে গঞ্জ ছেড়ে
ছাড়িয়ে দীঘল মাঠ
ঘরবাড়ি গাছ ছাড়িয়ে শেষে চুকায় ছোটার পাঠ।
আলোর খেলা
আলমগীর কবির
সকাল বেলা আলোর খেলা
বন জুড়ে,
খুশি দোলে ছোট্ট খুকির
মন জুড়ে।
খেলতে তাকে ডাকলো একটা
লাল ফড়িং,
তোমার সাথে খেলব আমি
কাল ফড়িং।
আজকে আমার অনেক পড়া
পড়তে হবে,
আলোর রঙে জীবনটাকে
গড়তে হবে।
মন ভরে যায় দেখে তোমার
সাজ ফড়িং,
বন্ধু হতে তাই ডেকো না
আজ ফড়িং।
সোনার বসতবাটী
ফরিদ সাইদ
এই পৃথিবী হয় না কারও
চিরকালের ঘাঁটি
মরে গেলে মাটির দেহ
হয়ে যাবে মাটি।
মাবুদ ঠিকই দেখবে তখন
কর্মে কেমন খাঁটি
আমলনামা ঠিক না হলে
ভাঙবে দাঁতের পাটি!
সরল পথে ফন্দি এঁটে
হোক না আঁটাআঁটি
সুখে-দুঃখে সারাজীবন
ন্যায়ের পথে হাঁটি।
মহান রবের বান্দা ভেবে
আন্দোলিত গা’টি
আপন নিবাস চোখে ভাসে
সোনার বসতবাটী।
চাঁদ উঠেছে ওই
আসাদুজ্জামান আসাদ
মনের কাছে, অনেক দূরে চাঁদ উঠেছে ওই
রাতের শেষে ঈদের খুশি কইরে তোরা কই
নামাজ শেষে ঈদগাহেতে করি কোলাকুলি
বুকের সাথে বুক মিলিয়ে খুশির কথা বলি।
ঈদের জামা পরাই এসো খেলার সাথী যারা
খুশির ঢেউয়ের ছন্দ মিলে খুশি থাকে তারা
পিতা-মাতা গুরুজনে সালাম যেন করি
সবার কাছে ঈদি নিয়ে ফিরি তাড়াতাড়ি।
উপদেশ
ছাদির হুসাইন
গীতি বলে নীতিকে এনে দাও সুখটা
মুছে দাও মানুষের জীবনের দুখটা।
জাতি কুলে ছুড়ে দাও আলোমাখা রতœ,
দুখীদের পাশে থেকো করে সেবা যতœ।
সততার আলো দিয়ে ভরে দাও দেশটা,
ভেঙে দাও জালিমের হিংসুটে বেশটা।
মনটাকে রেখো সদা ভালো কাজে ব্যস্ত
চারিদিকে গড়ে তোলো সততার ন্যস্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা