২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

মঞ্জিল তো বহুদূর

-

মঞ্জিল তো বহুদূর
পৃথিবীর প্রান্তসীমা ছুঁয়ে বয়ে যাক বাতাস।
যতই দুর্লঙ্ঘ হোক পথ আমাকে পৌঁছতে হবে
মঞ্জিলে। আরো জোরে পা মাড়িয়ে চলতে হবে আমাকে
এ পথে ছড়ানো পাথর।
নতুন পথের বাঁক তৈরি করতে হবে
এ পাহাড় কেটে কেটে
দূরের যাত্রীরা দ্যাখো, চেয়ে দ্যাখো
মুসাফির, চেয়ে দ্যাখো। মরুপথের উষ্ট্রদল
পান্থপাদপের ছায়ায় দাঁড়াবে এখন ;

আমার দূরত্ব ঘুচে যাবে এখনই
হাজার দিনের মঞ্জিল পেয়ে যাবো আমি, পেয়ে যাবো
এ- পৃথিবী আজও যত প্রত্যাশী আমাদের
আমাদের দুঃখ ও ভালোবাসার তো কোনো কমতি নেই
আমরা তো বেশ পূর্ণ করেছি দুঃখ ও যন্ত্রণায়
এ- পৃথিবী তো আমাদের অনেক স্বপ্নের পৃথিবী
হে প্রেয়সী, আমাদের মঞ্জিল তো হাজার বছরের
এ জীবনে আমার প্রেম ও প্রার্থনার অধিকার আছে।


আরো সংবাদ



premium cement