২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

একুশের কবিতা

-

অর্ধেক সাহস নিয়ে বেরিয়েছিলাম,
অর্ধেক ছিল ঘরে।
টেবিলের ওপর পেপারওয়েট দিয়ে
চেপে রেখেছিলাম তোমার জন্য।
মিছিলে যোগ দিতে পুরো সাহস লাগে না,
লাগে কণ্ঠস্বর আর সুঠাম পদযুগল,
যেমন ভালোবাসার জন্য অর্ধেক সাহসই যথেষ্ট,
থাকতে হয় উদ্ধত ঠোঁট আর বিনম্র চোখ।

সেই মিছিল থেকে যদি না ফিরি,
সারা শহর যদি আগুন হয়ে যায়,
বারুদের গন্ধে যদি
বাতাসের গোঙানি কানে আসে,
আমি অর্ধেক সাহস নিয়েই
পুলিশের গুলির মুখে দাঁড়াব,
ম্যাজিকের মতো একটা কণ্ঠস্বর
লক্ষ কণ্ঠে স্লোগান দেবে রাস্তায়।

আমার চুম্বন তুমি বিলিয়ে দিও মিছিলে,
অর্ধেক সাহস পেপারওয়েট উল্টে ফেলে
আনলক করে দেবে জনতার দ্রোহ।


আরো সংবাদ



premium cement