২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শীতের স্মৃতি

-

শীত আসলেই এক অন্যরকম মায়া জন্মায় মনে। ছোটবেলার শীত আর আজকের শীতের মধ্যে একটা বিরাট ফারাক। আগে শীত মানেই ছিল গরম কম্বল, আগুনের পাশে বসে গল্প, মায়ের হাতের গরম পিঠা, আর বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা।
শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না। কারণ ঘরের ভেতরেই ছিল গরমের ছোঁয়া। মায়ের বানানো গরম দুধ আর লুচি খেয়ে স্কুলে যেতে হতো। স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে মাঠে গিয়ে কব্জি খেলা, লুকোচুরি খেলা, আর কখনো কখনো মাঠের ধারে বসে গল্প করতাম। শীতের সন্ধ্যায় আগুনের পাশে বসে মায়ের গল্প শোনার মজাই আলাদা।
আজকাল শীত এলে মনে হয় যেন একটা ঋতু পাল্টানো। কোনোরকম আনন্দ নেই। শীতের সকালে উঠে দেখি, সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। শীতের রাতগুলোও একঘেয়ে লাগে।
তবুও, কখনো কখনো শীতের কোনো এক কোণে খুঁজে পাই সেই ছোটবেলার স্মৃতি। হঠাৎ কোথাও আগুনের ধোঁয়া পেলে বা কোনো বাড়ি থেকে পিঠার সুগন্ধ এলে মনে হয় যেন একটু ফিরে গেছি সেই শৈশবে।
শীত এলেই এক অন্যরকম অনুভূতি। শীত মানে শুধু ঠাণ্ডা নয়, শীত মানে স্মৃতি, শীত মানে নস্টালজিয়া।
খিলগাঁও, ঢাকা।

 


আরো সংবাদ



premium cement