১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

আগামী দিনের ছবি

-

ফুল পাখি প্রজাপতি মানুষের মন
একই রঙে একদিন রাঙবে যখন,
বিভেদের চোরাবালি ধনী-মজদুরে
কারো থেকে কেউ আর থাকবে না দূরে -

স্বপ্নলোকের চাবি নিয়ে হাতে হাত
আমরা আনব ডেকে নতুন প্রভাত
সোনার ফসল দেবে উর্বরা মাটি
শ্যামল বাংলা রবে সুখে পরিপাটি।

মাতৃ-ছিন্ন ওই পথের বালক
পড়ে আছে যেন ঝরা পাখির পালক,
রেলের বস্তি আর ফুটপাতজুড়ে
ওদের স্বপ্ন কাঁদে বেদনার সুরে।

এ আঁধার মুছে যাবে কেটে যাবে ঘোর
আগামী দিনের ছবি এনে দেবে ভোর
একদিন হবে ম্লান দীনতার রেশ
সুখের স্বর্গ হবে স্বপ্নের এ দেশ!


আরো সংবাদ



premium cement