১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

মনের চিঠি

-

মনের চিঠি গহিন জলে
কাঁদে নীরব নয়নে
যায় না ভোলা স্মৃতির পাতা
জেগে ওঠা চয়নে।

ডুকরে ডুকরে কেঁদে মরে
মায়ার জালের বাঁধনে
শীতলতায় যায় না ভোলা
রাত্র-নিশি সাধনে।

যার ভেঙেছে পাখির ডানা
বুঝায় তারি চলনে
কেউ বুঝে না কষ্ট কত
শুখায় নদী বলনে।

বুক ছিঁড়ে যায় মন ছিঁড়ে যায়
আপন মেয়ের বিদায়ে
বিধির বিধান কোমল হৃদয়
পোড়ায় অনল চিতায়ে।


আরো সংবাদ



premium cement