মুসাফির
- জুলফিকার শাহাদাৎ
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
একদিন এক বিকেল বেলা বাঘের বাসায় হরিং
গিয়ে বলে, দাদামশাই একটু আমায় ধরিং
আসছে তেড়ে সিংহ মামা,
কী করিং? কী করিং?
বাঘের ছিল দয়ালু মন, মেজাজ যদিও চড়া
ভাবলো কী সে! হরিণ নিয়ে, কী করা? কী করা?
বিপদে তার থাকবে পাশে? নইলে তো সে মরিং
কী করিং? কী করিং?
বাঘের পেটেও খিদে অনেক, খায়নি দুদিন সে
হাতের কাছে এমন শিকার ছাড়তে পারে কে?
কিন্তু সে তো আজ মুসাফির, বাঁচার জন্য লড়িং-
কী করিং? কী করিং?
হরিণকে সে লুকিয়ে রেখে করছিল হন-হন
বাইরে তখন সিংহ মামার প্রচণ্ড গর্জন
বলছিল সে, কোথায় হরিণ? পেটটা আমার ভরিং
কী করিং? কী করিং?
বাঘ শুধালো, জি মহাশয় এই তো খানিক আগে
একটি হরিণ যেতে পারে, বুঝছি পায়ের দাগে
সামনে যদি পড়ত আমার, এক লাফে যাই ধরিং
কী করিং? কী করিং?
বাঘের কথায় সিংহ মামা সামনে এগোয় যেই
বেরিয়ে আসে বুনো হরিণ, আর তো বিপদ নেই
শুধালো সে বাঘকে তখন, তোমার জন্য মরিং-
কী করিং? কী করিং?
বাঘ শুধাল, সে কি কথা! এমন কি আর হয়!
দূর করো আজ তোমার মনের সমস্ত সংশয়
আমার জন্য মরবে কেন? তেমন তো নই বীর!
যাও ফিরে যাও বাসায় তোমার, ক্লান্ত মুসাফির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা