নববর্ষে বাঘের ভোজসভা
- সাগর আহমেদ
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের বিশাল ও গহিন সুন্দরবন। এ বনের রাজা রয়েলবেঙ্গল টাইগার হুঙ্কার সিং। তার প্রধানমন্ত্রী শেয়াল পণ্ডিত। পুরোনো বছর শেষ। এলো নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার। রাজা হুঙ্কার সিং তার প্রধানমন্ত্রী শেয়াল পণ্ডিতকে বলল, নতুন বছর উপলক্ষে আমি বনের সব পশু পাখিকে নববর্ষের ভোজ খাওয়াতে চাই। সেখানে থাকবে নানা রকম মাছ, গোশত, নিরামিষের আয়োজন। পানীয় হিসেবে থাকবে নানা ধরনের, নানান স্বাদের কোলা। আর অবশ্যই থাকবে হ্যাপি নিউ ইয়ারের একটা রাজকীয় কেক। কেকটা যেমন তেমন হলে চলবে না, কেকটাতে নকশা করে আঁকা হবে আমার সম্পূর্ণ রাজ্য, পশু, পাখি, গাছপালা। আর একটি রাজসিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসে থাকা আমার মানে বনের রাজা হুঙ্কার সিংয়ের নকশা আঁকা ছবি । আর পাশে থাকবে প্রধান সেনাপতি ভাল্লুক। তার হাতে থাকবে হ্যাপি নিউ ইয়ারের বিশাল মোমবাতি। এই মোমবাতি তৈরি হবে আতশবাজি ও নানা রকম পটকা বোমা দিয়ে। আমি প্রথমে মোমবাতি জ্বালিয়ে এই ভোজসভার উদ্বোধন করব। মোমবাতির আতশবাজিগুলো আকাশে ছুটে গিয়ে ঝিলমিল করবে। তারপর হ্যাপি নিউ ইয়ারের কেক কেটে শুরু হবে ভোজ অনুষ্ঠান।
এ নিয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো। অর্থমন্ত্রী বানর মহাশয়কে ডেকে দেয়া হলো সবকিছু কেনাকাটার দায়িত্ব। বানর মহাশয় অতি দুষ্টু ও চঞ্চল। সে সবকিছু কেনাকাটার পর আতশবাজি ও পটকার দোকানে যাওয়ার বদলে আসল বোমার দোকানে ঢুকে পড়ল। সেখান থেকেই সে কিনল তাজা কতগুলো বোমা। সব সামগ্রী কিনে আনার পর ভোজসভা সাজানোর দায়িত্ব দেয়া হলো সংস্কৃতিবিষয়কমন্ত্রী ময়ূর পাখিকে। ময়ূর তো আর এত কিছু জানে না। সে অন্যান্য সবকিছু সাজিয়ে আসল বোমা দিয়েই রাজকীয় মোমবাতিটা সাজাল। তারপর নববর্ষের প্রথম দিন এলো। ঠিক ১২টায় অনুষ্ঠানস্থলের মঞ্চে রাজা হুঙ্কার সিং, তার মন্ত্রিসভার সদস্যরা এবং সাধারণ প্রজারা উৎসাহ উদ্দীপনার সাথে এসে হাজির হলো। সবাই খুব খুশি। বনের রাজা হুঙ্কার সিং মহা আড়ম্বরে মোমবাতিটি জ্বালাতে গেল, আর অমনি ঘটল মহাবিস্ফোরণ! বিস্ফোরণে প্রধান সেনাপতির দুহাত গেল পুড়ে। অন্যদিকে বনের রাজা হুঙ্কার সিংয়ের কথা আর কী বলব! তার চোখ, মুখ বোমার আঘাতে হলো ক্ষতবিক্ষত। স্বাস্থ্যমন্ত্রী হাতি মামা তখন রাজা হুঙ্কার সিং ও মন্ত্রিপরিষদের আর যারা যারা আহত হয়েছে, তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল পশুদের হাসপাতালে। সাধারণ যেসব পশু, পাখিরা ছিল, তাদের কিন্তু কিছু হয়নি। তারা ছিল মঞ্চ থেকে দূরে। এখন এই সব সাধারণ পশু, পাখিরা গুটি গুটি পায়ে এগিয়ে এসে কাটল হ্যাপি নিউ ইয়ারের রাজকীয় কেকটি। মজা করে সবাই মিলে ভোজ খেলো, পান করল আর গাইল হ্যাপি নিউ ইয়ারের গান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা