০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আগডুম বাগডুম কবিতা

-

স্বাগত হে নববর্ষ
নূর মোহাম্মদ

স্বাগত হে নববর্ষ
অভিনব আগমনে
স্বপ্নরাও এসো হেসে
শুদ্ধ হয়ে জাগো মনে।

নববর্ষ নবহর্ষে
নিয়ে এসো সম্ভাবনা
আগামীকে বেশি ভাবো
নিজেকেও কম ভাবো না!

এসো এসো নববর্ষ
বরণ করি সু-কৃষ্টিতে
দোয়া করো আমি যেন
বেঁচে থাকি সু-সৃষ্টিতে।

জেনেছ হে নববর্ষ
মৃত তৃণ নেই কি বনে!
ভুলত্রুটিরা ঝরা পাতা
ফুল বৃক্ষরা এ জীবনে।

নববর্ষ নবহর্ষে
বেঁচে থেকো রোদ-বৃষ্টিতে
চাঁদ তারাদের সাথে নিয়ে
এসো জাগি বুধ-দৃষ্টিতে।

 

 


নববর্ষের দীক্ষা
জহিরুল হক বিদ্যুৎ

নতুন বছর নতুন আশায়
ভ্রাতৃপ্রেম ও ভালোবাসায়
সবাই রেখে হাত,
গড়তে হবে দেশ ও জাতি
শিক্ষা জ্ঞানে জ্বালাও বাতি
দূর হোক জাতপাত।

শিশুরা সব ফুলের মতন
হবে মানুষ করলে যতন
লেখা-পড়া দিয়ে,
নতুন বইয়ের নতুন পড়া
কষবে অঙ্ক পড়বে ছড়া
বিদ্যালয়ে গিয়ে।

প্রযুক্তির জয় বিশ্ব জুড়ে
উঠুক স্লোগান নতুন সুরে
থাকবো না তো পিছে,
প্রযুক্তিই হোক মুখ্য শিক্ষা
কারিকুলাম মানবে দীক্ষা
ভাবনাটা নয় মিছে।

 

 

কষ্টের রাত
জয়সেন চাকমা

ভীষণ শীতে হাড় কাঁপানো
কাঁপতে থাকে দেহ,
দুঃখের ব্যথা কেউ বুঝে না
কেউ করেনি স্নেহ।

ভীষণ জ্বালা, ক্ষুধার জ্বালা
অনেক কষ্টে থাকি,
বাঁচার লড়াই চলতে থাকে
জীবন যুদ্ধে ঢাকি।

কাতর থাকি ক্ষুধার জ্বালায়
কষ্ট পেয়ে মরি,
ছেঁড়া চাদর শীতের রাতে
ছেঁড়া কাঁথাই ভরি।

ঘুম আসে না ছেঁড়া কাঁথায়
কষ্ট পিছু পিছু,
বহে জোরে হিমেল বায়ু
নেই যে বস্ত্র কিছু।

কষ্টে থাকি ভীষণ শীতে
ছেঁড়া কাঁথা পুঁজি,
অনাহারে থেকে থেকে
অল্প খাবার খুঁজি।

 

 

থার্টি-ফার্র্স্ট রাতে
আশরাফ আলী চারু

থার্টি-ফার্স্টের রাতে গিয়ে
কিনছে খুকি এক পুতুল
বলছে খুকি সকাল বেলা
দুচোখ খোলে দেখ পুতুল।

চোখ দুটি তোর মিষ্টি বড়ো
নাক খাঁড়া তোর থোপ্পা গাল
নাদুসনুদুস স্বাস্থ্য যে তোর
কি খেয়েছিস? মিষ্টি-কাল?

আজকে থেকে ভাত খাওয়াব
আমি যা খাই তাই খাবি
তবে আমি সবই দিব
যা চাবি তার সব পাবি।

আমার যে আর বন্ধুও নাই
বন্ধু হলি আজ থেকে
আমায় পাবি পড়ার সময়
সব শিখাবো কাজ রেখে।

 

 

 

চব্বিশের বিদায়
মুহিতুল ইসলাম মুন্না

নতুুনরূপে নতুন সাজে
আসছে নববর্ষ,
ভুল ভেদাভেদ ভুলে গিয়ে
মনে আনো হর্ষ।

শাখে শাখে পাখি ডাকে
শিশুর মুখে হাসি,
নতুন বছরে এসে গেছে
মন আনন্দে ভাসি।

পুরাতন সব দূরে ফেলে
নবরূপে সাজায়,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
চব্বিশকে দেয় বিদায়।

 

 


নতুন বছর
ইলিয়াছ হোসেন

নতুন বছর আসে ধরায়
পুরোনো বছর যায়,
সবাই বসে হিসাব কষতে
কী হারায়? কী পায়?

কারো স্বপ্ন পূর্ণতা পায়
কারো স্বপ্ন ছাই,
স্বপ্নের পিছে ছুটে তবু
কারো বিরাম নাই।

অপার আশায় বাঁধে বুকটা
নতুন বছর নিয়ে,
পুরানো সব হতাশা আর
জরাকে বাদ দিয়ে।

পুরো দমে নতুন বছর
লেগে যায় কাজে।
কেহ যেন ব্যর্থ না হয়
নতুন কাজের মাঝে।

 

 


নতুন রবি
এম এ শিকদার

বইয়ের জন্য মনটা আমার
করছে উড়ুউড়ু,
নতুন বইয়ের নতুন গন্ধে
বছরটা হোক শুরু।

মধুমাখা কী যে গন্ধ
বইয়ের মাঝে থাকে,
দেখতে দেখতে বইয়ের কথা
মাথায় ঘুরতে থাকে।

নতুন বইয়ে বদলে ফেলে
মনের সুপ্ত কথা,
দেশ বিদেশে ঘুরে ফেরার
স্বপ্ন গাথা যথা।

নতুনভাবে চলবো আমি
নতুন পথে হেঁটে,
জরাজীর্ণ মুছে ফেলব
নতুন আলো সেঁটে।

বইয়ের আলো শিক্ষার আলো
বদলে দেবে সবই,
আঁধার ঘুচে পুবাকাশে
উঠবে নতুন রবি।

 

 


নতুন বছরের প্রার্থনা
শারমিন নাহার ঝর্ণা

নতুন বছর রবের কাছে
এই প্রার্থনা করি,
হালাল হারাম বেছে যেন
রঙিন জীবন গড়ি।

নতুন বছর নতুন আশা
নতুন স্বপ্ন বুকে,
আঁধার কেটে প্রভু যেনো
রাখেন চির সুখে।

হিংসা বিদ্বেষ ভুলে সবাই
মিলবো প্রাণে প্রাণে,
নতুন বছর যেনো সবার
সুখ সমৃদ্ধি আনে।


আরো সংবাদ



premium cement