স্বাগতম ২০২৫
- তাজ ইসলাম
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
২০২৪ বিদায়। কালের গর্ভে ডুবে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারগুলো দ্রুত সরে যাবে দেয়াল থেকে। সামনে আসবে ২০২৪ সাল। নতুন বছর। খ্রিষ্টাব্দের হিসাবে নতুন বছর। মুসলমানদের হিসাবে ঈসাব্দ বা ঈসায়ী সাল। আমরা বাংলাদেশী। আমরা মুসলমান। বাংলাদেশী হিসেবে আমাদের নতুন বছরের নতুন দিন পয়লা বৈশাখ। মুসলমানদের কাছে পয়লা মহররম নতুন বছরের প্রথম দিন। ঈসায়ী সাল সারা পৃথিবীতে ব্যাপক পরিচিত। আন্তর্জাতিক সূত্রতায় ঈসায়ী সাল পরিচিত। বহির্বিশ্বে যোগাযোগ সূত্র রক্ষা করতেও ঈসায়ী সাল অনুসরণ যোগ্য। নতুন বছরে পুরাতন হতাশা, গ্লানি, দুঃখ জরা ঝেড়ে ফেলে আমরা এগোব সম্মুখে। সব পুরাতনকে ভোলা যায় না। বাংলাদেশের মুক্তিকামী মানুষও চলে যাওয়া বছর ২০২৪কে ভুলতে পারবে না। চব্বিশে বাংলাদেশ অর্জন করেছে নতুন স্বাধীনতা। পেয়েছে মুক্তির স্বাদ। দেড় যুগের স্বৈরশাসন, ফ্যাসিস্ট, গণতন্ত্র হত্যাকারী, খুনির পরাজয় ও পলায়নে চব্বিশ স্মরণীয়। ইতিহাসে উল্লেখ থাকবে চব্বিশের বিপ্লব, জুলাইয়ের আন্দোলন আগস্টের বিজয়ের কথা। শত তরুণের শাহাদাতের বিনিময়ে এই অর্জন। হাজার জীবনের আহত হওয়া,পঙ্গুত্ব বরণের বিনিময়ে অর্জিত মুক্তি। চব্বিশ তাই বাংলাদেশের ইতিহাসে গত হয়েও থাকবে উজ্জ্বল হয়ে। নতুন বছরে আমরা তাই আশাবাদী নতুন স্বপ্ন, নতুন প্রাপ্তির। দেশ এগিয়ে যাবে। দূর হবে বৈষম্য। জীবনে যোগ হবে নতুন ভোরের স্নিগ্ধ আলো। নতুন বছর হবে দেশ গঠনের মন্ত্র নিয়ে এগিয়ে চলার বছর। আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর বুকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা