শীতে আমার ক্যাম্পাস
- হুমাইরা আকতার
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইট-পাথরের দেয়াল আর যান্ত্রিক কোলাহলের ভিড়ে আমার শহরটি যেন প্রাণহীন। যেখানে শীতের প্রকৃত সৌন্দর্য দেখা বিরল, সেখানে আমার ক্যাম্পাস-জুড়ে দেখা মিলে শীতের অপরূপ দৃশ্য। সকালবেলা শিশির ভেজা ঘাস, দিনের হিমেল হাওয়া, হালকা কুয়াশার চাদরে আবৃত আমার ক্যাম্পাস জানান দেয় শীতের আগমনী বার্তা। ব্যস্ততার এই শহরে সকালের হালকা শীতের প্রলেপ ভেদ করে ছুটতে হয় নিত্যপ্রয়োজনীয় কাজে। মাঝে মধ্যে শীতের সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি হারিয়ে যাই অজানায়। চার দিকে ফুলের সুবাস, বান্ধবীদের সাথে ক্যান্টিনে বা পুকুরপাড়ে বসে আড্ডার ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দেয়া, খেলার মাঠে পায়চারি করা, এ যেন মন ছুঁয়ে যায়। দুপুরবেলা পুকুরে সাঁতার কাটার দৃশ্য আমাকে নিয়ে যায় গ্রামবাংলায়। আমি খুঁজে পাই শহরজুড়ে এই ছোট্ট একটি গ্রাম। বিকেলের মৃদু বাতাসে শুনতে পাই কারো কারো খুনসুটি ভরা ভালোবাসার কথা আর কারো শুনতে পাই বিচ্ছেদের যন্ত্রণামাখা হাজারো ব্যথা। এ যেন সূচনা করে নতুন উপন্যাসের। বিকেল পাড়ি দিতে না দিতেই এরা শুধু নিজের জন্যই সাজে। নীল শাড়ির সাথে চুড়ি, মাথায় সিঁথি করা খোঁপার সাথে বকুল ফুলের মালা, কপালের মাঝ বরাবর কালো টিপ, চোখে গাঢ় করে কাজল এ যেন এক দেবী! কী অপূর্ব তার চাহনি! পরিপাটি যেন এদের ধর্ম। শীতের সন্ধ্যায় যে মেয়েটি নিজেকে সাজিয়ে রাঙিয়ে, বেণিতে ফুল গুঁজে মিষ্টি সুরে গিটার হাতে গান ধরে, সে যেন এক চমৎকার প্রেমিকা! সন্ধ্যায় চায়ের কাপে আড্ডা, চার দিকে হরেক রকমের শীতের পিঠা, গিটার হাতে বিভিন্ন জায়গায় গানের আসর, মাঠে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক রিহার্সেল, এ তো শুধু দৃশ্য নয়, হয়তো অজানা কোনো উপন্যাস বা গল্প। সন্ধ্যার পরেই মাঠের বিভিন্ন জায়গায় জমে ওঠে সারা দিনের অব্যক্ত কথামালা। মাঠের নরম ঘাস যখন আলতো করে পায়ে মাখে, তখন আমার সারা দিনের ক্লান্তি মুছে যায়, খুঁজে পাই ইট-পাথরের ভিড়ে স্বস্তি। আমি চাইলেও আমাকে কখনো কঠোর হতে দেয় না শীতের এই অপরূপ দৃশ্য। বরাবরের মতো আমাকে মনে করিয়ে দেয় আমরা একে-অপরের জন্য। নিজেকে বিলিয়ে দেয়ার মাধ্যমে প্রকৃত সুখ নিহিত। ঝরা পাতাদের গল্প থাকে এই শীতে, তবুও যেন কোনো চাপ নেই, হতাশার চিহ্ন নেই, দুঃখ নেই। আছে শুধু বাধা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছে। আছে শুধু শীতকে বিদায় দিয়ে বসন্তকে বরণ করার আজন্ম বাসনা। এভাবে ক্যাম্পাসের শীতের সৌন্দর্যকে আলিঙ্গন করে আমাদের বিচরণ।
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা