অস্তিত্বের লড়াই
- নূরুল হক
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বরকতময় ফজর। স্নিগ্ধ নির্মল পৃথিবী। কামরার জানালাটা দু’দিক থেকে খুলে দিলাম। ভোরের মেদুর হাওয়ায় উদাস প্রকৃতি, উদাস আমার মন। অপেক্ষাকৃত উঁচু দু’টি দালানের মাঝ দিয়ে দক্ষিণের পুরো আকাশ আমার দৃষ্টির গোচরীভূত। আকাশের নীল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে শুভ্র-সফেদ মেঘেদের ভেলা। খাবারের খোঁজে দলবেঁধে কোথায় উড়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গের দল। গ্রামের মতো অতটা কিচিরমিচির নেই এখানে। কুসুমরঙা প্রভাত রবিটা ধীরে ধীরে পৃথিবীর ওপর ছড়িয়ে দিচ্ছে তার মিষ্টি রোদের সোনালি ছটা। প্রকৃতির কী চমৎকার আয়োজন! দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় এসে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি স্থির হলো। বাম পাশের সাদা চুনকাম করা দালানটির পাঁচিলের ওপর ঝুলে আছে একগুচ্ছ রড। একটি রডে প্যাঁচানো জীর্ণ একখানা বাংলাদেশের পতাকা। মলিনতার যথেষ্ট ছাপ লেগে আছে তার গায়ে। সবুজ রঙটা ধীরে ধীরে হলুদের দিকে ধাবমান। পতপত করে উড়ছে। প্রবল প্রতাপে বাতাসের সাথে লড়ে যাচ্ছে। চলছে অবিরাম লড়াই। এ লড়াই তার অস্তিত্ব রক্ষার লড়াই। কতকাল ধরে এভাবে ঝুলে আছে কে জানে! শত ঝড়-ঝঞ্ঝা, রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো সে টিকে আছে সগৌরবে, স্বমহিমায়। প্রতিনিয়ত উজিয়ে যাচ্ছে একের পর এক প্রতিকূলতা। নিজের অস্তিত্বকে বুঝি এভাবেই রক্ষা করতে হয়। আরো কতকাল এভাবে ঝুলে থাকতে হবে জানা নেই তার। সে জানে শুধু, যতকাল এভাবে থাকব, সাধ্যের শেষ বিন্দু পর্যন্ত ব্যয় করে হলেও নিজের অস্তিত্ব রক্ষার এ লড়াই আমাকে চালিয়েই যেতে হবে।
মীরহাজীরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা