২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হতাম যদি ডানপিটে এক ছেলে

-

এমন যদি হতো
আমি হতাম দস্যি ছেলে, দুখু মিয়ার মতো
চুপটি করে নানান ছলে
ভর্তি হতাম লেটোর দলে
গানের সুরে উদাস হতাম, কী যে মজা হতো!

এমন যদি হতো
দুখু মিয়ার মতো
আমি হতাম পাঠ পালানো ডানপিটে এক ছেলে
পাখির মতো উড়ে উড়ে
উঠে যেতাম আকাশ ফুঁড়ে
যেথায় খুশি সেথায় যেতাম, ইচ্ছে ডানা মেলে।

এমন যদি হতো
দুখু মিয়ার মতো
আমি হতাম দুঃসাহসী, বিদ্রোহী এক কবি
বিশ্বটাকে অবাক করে
লিখে যেতাম দু’হাত ভরে
সবার মনে এঁকে যেতাম বিদ্রোহী এক ছবি।


আরো সংবাদ



premium cement