২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিজয়ের গান

-

এ দেশ ছেড়ে যে যেতে চায়-
যে দেশে যায় যাক,
আমি হলাম ভূমিপুত্র,
এ দেশ আমার থাক।

দেশের জন্য কাঁদি আমি,
দেশের জন্য হাসি,
মুক্ত স্বাধীন দেশের জন্য
পরতে পারি ফাঁসি।

দেশের জন্য বুকের রক্ত
ঢেলে দিতে পারি,
দেশের জন্য বুকে ধরি
রক্ত-সাগর বারি।

এ দেশ ছেড়ে কোথায় যাবো?
পালাব কই আর?
এ দেশ আমার সুখ-বিছানা-
আঁচল পাতা মা’র।

আমার বুকে পদ্মা নদী,
বয় যমুনার জল,
স্রোতঃস্বিনী মেঘনা নদী
বয় যে ছলাৎছল।

আমার এ বুক পলিমাটি,
শস্য ভরা মাঠ,
সবুজ ঘাসের মখমলে সুখ,
হাজার নদীর ঘাট।

আমার বুকেই বীর শ্রেষ্ঠ,
বীর প্রতীকরা ঘুমায়,
হাজার শহিদ বুকে জড়াই
রক্ত-মাখা চুমায়।

আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন
জড়িয়ে আছে মাটি,
তাদের রক্তেই ধুয়ে এ দেশ
আজ হয়েছে খাঁটি।

লাল সবুজের পতাকাতে
বাবার রক্ত স্মৃতি,
জড়িয়ে আছে আমার মায়ের
অশ্রু-মাখা প্রীতি।

রক্ত শোকের স্মৃতি নিয়ে
বিজয়-কেতন ওড়ে,
এই কেতনেই স্বাধীনতা
গান গেয়ে যায় সুরে।

তাই তো এ গান- বিজয়ের গান
আজকে আমি গাই,
এই বিজয়ের সুখ যেন গো
হাজার জনম পাই।


আরো সংবাদ



premium cement