২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিজয় ফুল

-

ডিসেম্বরে হেসে-খেলে
বীর বাঙালি মুক্ত,
ইতিহাসের নতুন পাতায়
বাংলাদেশ হয় যুক্ত।

লক্ষ প্রাণের জীবন দানে
যুদ্ধের মাঠের গর্জন,
বিশ্ব মাঝে আমরা স্বাধীন
তাদের ত্যাগে অর্জন।

হাওয়ায় ভাসে বিজয় নিশান
লাল সবুজের গর্ব,
সব বাঙালির হোক যে শুরু
স্বপ্ন দেখার পর্ব।

বিজয় ফুলের আশার ভাষা
থাকবে না আর রুদ্ধ,
নতুন দিনের শপথ নিয়ে
করব জীবন শুদ্ধ।


আরো সংবাদ



premium cement