স্বচ্ছ জলের জলছবি
- শাহ মনসুর আলী নোমান
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্বচ্ছ জলের বুকে আকাশের নীল ছায়া যেন প্রকৃতির মুগ্ধ এক চিত্রকর্ম। সবুজ গাছপালা, মেঘের প্রতিফলন জলের আয়নায় হয়ে উঠেছে এক অপার সৌন্দর্য। জীবনের প্রতিচ্ছবি যেমন প্রতিদিনের ছোটখাটো আনন্দে ধরা পড়ে, তেমনি এই দৃশ্য আমাদের শিখিয়ে যায় প্রকৃতির গভীরতা। প্রকৃতি তার নিজস্ব নৈশব্দে আবৃত।
জলে গাছপালা ও আকাশের প্রতিচ্ছবি মহান প্রকৃতির এক অনন্য অসাধারণ দৃশ্য। এই ধরনের দৃশ্য প্রতিটি মানুষের মন ও হৃদয়কে আনন্দ পরিতৃপ্তি এবং অসাধারণ বিনোদন জোগায়। প্রতিটি মানুষই প্রকৃতির সান্নিধ্য ভালোবাসে। তাই তো মানুষ প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার জন্য ছুটে বেড়ায় দেশে-বিদেশে। প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য আমাদের বিমোহিত করে। জলে গাছপালা, আকাশের প্রতিবিম্ব প্রকৃতির দয়াশীলতা, মহান ও শান্তির বার্তা বহন করে। আকাশের নীলাভ আভা, মেঘের সাদা ভাস্কর্য, গাছ এবং পাতা পানির আয়নায় অপরূপ সমন্বয় তৈরি করেছে। এই জলের ঠাণ্ডা ও স্থিরতা প্রতিটি মানব মনে এক অনাবিল শান্তি-শৃঙ্খলা বহন করে। যা প্রকৃতির মহান সৃষ্টি ও সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানায়। এই ধরনের পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রকৃতির এই মায়াবী রূপ মানবজীবনের বিভিন্ন ধরনের জটিলতা সরিয়ে দিয়ে আনন্দে ভরে ওঠে। এই জলছবিটি দেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতাংশ মনে পড়ে। আর সেটি হলো-
I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
প্রকৃতির এমন প্রতিচ্ছবি আমাদের শিখিয়ে দেয়, সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার। প্রকৃতি যেন নিজেই এক মহাকাব্য, যা আমাদের হৃদয়কে শান্তি দেয়।
লেখক : কলামিস্ট, গবেষক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা