সময়ই জীবন
- উবাইদুল্লাহ তারানগরী
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সময় সচেতনতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেকেন্ড-মিনিট-ঘণ্টা মিলেই দিন-সপ্তাহ-মাস-বছর যুগ-শতাব্দী। আর এর সমষ্টিই জীবন। হাসান বসরি রহ: বলেন, ‘হে আদম সন্তান, তুমি তো দিনের সমষ্টি। একটি দিন চলে যাওয়ার অর্থ তোমার কিছু চলে যাওয়া।’ তিনি আরো বলেন, ‘আমি এমন একদল লোক পেয়েছি, যারা সময়ের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন, যা দিরহাম ও দিনারের প্রতি তোমাদের আগ্রহের চেয়ে বেশি ছিল।’ (কিমাতুজ জামান, পৃষ্ঠা : ২৭)
সময় যত যাচ্ছে মৃত্যুও তত আমাদের কাছে আসছে। পৃথিবীতে যে যত বড় হয়েছেন সময়কে পুঙ্খানুপুঙ্খ কাজে লাগিয়েই বড় হয়েছেন। এটাই চরম ও পরম সত্য। সময়ের অবহেলা করে কেউ কোনো দিন সফল হয়নি। কখনো হবেও না।
একাধিক প্রবাদ রয়েছে :
‘সময় একটা ধারালো তরবারি; সদ্ব্যবহারে তা কাটিয়ে দাও অন্যথায় তোমাকে কেটে ফেলবে’।
‘আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না’
‘আজ নয় কাল, এখন নয় পরে- পিছিয়ে পড়ার জন্য এতটুকুই যথেষ্ট’
‘সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়’
সময় সচেতন নয় এমন মানুষের সংখ্যা অনেক। কম বেশি সবাই সময়জ্ঞান সম্পর্কে উদাসীন। তবে বাঙালি যেন তার শীর্ষে। তাই তো দেখা যায় এ দেশের রেল বা দূরপাল্লার বাস সময় মতো ছাড়ে না। অনেকে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে থাকে উদাসীন। ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও অনেকে মিস করে। বৈঠকেও একজনের অপেক্ষায় অনেককে কষ্ট করতে দেখা যায়। অনেক প্রতিষ্ঠানে বস বা কর্মী সময় মতো আসেন না। সময়ের চেয়ে পিছিয়ে থাকলে জীবনটাও নিশ্চিত পিছিয়ে যায়। এই জ্ঞানটুকু কার নেই? মানেন ক’জন! সময়মতো কাজ না করে পরে বৃথা আফসোস ও অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়। চরম মাশুল গুনতে হয়। ঠিক সময়ে সঠিক কাজটি অবহেলাবশত না করলে যে ক্ষতি হয়, পরে অসময়ে অনেক চেষ্টা করেও সে ক্ষতি পূরণ সম্ভব নয়। সে জন্যই আমাদের প্রাচীনকালের জ্ঞানীরা বলেছেন : সময়ে এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়।
একটি প্রসিদ্ধ ফার্সি উক্তি : ‘যদি একটি মুহূর্ত উদাসীন থাকি, তবে হাজার মাস পেছনে পড়ে যাবো।’
এটি একটি বাস্তব সত্য যে, কখনো কখনো মানুষ মুহূর্তের ভুলের কারণে শত বছর পিছিয়ে পড়ে। প্রকৃত বুদ্ধিমান তো সে-ই, যে অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণ দৃঢ়তা ও উৎসাহ-উদ্দীপনার সাথে ভবিষ্যতের পথে চলে। এক-একটি মুহূর্ত হিসাব করে খরচ করে আর সময়কে বেশি থেকে অধিকতর ফলপ্রসূ করতে সচেষ্ট হয়। আমরা টাকা-পয়সা স্বর্ণ-রূপা যত গুরুত্ব দিয়ে ও হিসাব করে খরচ করি বিপরীতে সময়ের ব্যাপারে ততই গাফেল। অথচ সময়কে কেন্দ্র করেই সব অর্জিত হয়।
একটি উর্দু প্রবাদ আছে - ‘অদৃষ্টের হাতে সেই জাতি তরবারিসদৃশ, যারা প্রতি মুহূর্তে নিজেদের কাজকর্মের হিসাব কষে।’
ধোবাউড়া ময়মনসিংহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা