২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাঁসের ছানা

-

নাদুসনুদুস হাঁসের ছানা
অল্প করে বাড়ছে ডানা
মায়ের কাছে থাকে,
ঘর হতে হাঁস বাহির হলে
থাকে সবাই একটি দলে
আগলে মায়ে রাখে।

ছানাগুলো হবে বড়
যদি তাদের যতœ করো
বলছে মায়ে ডেকে,
যেথায় তারা চলে যাবে
নিজের খাবার নিয়ে খাবে
রাখবে তাদের দেখে।

মায়ের কথা মতো আমি
হাঁসগুলোকে খুঁজতে নামি
গেছে নদীর বাঁকে,
চই চই করে ডাকতে থাকি
গুনে দেখি আছে কি বাকি
চলে আসে ঝাঁকে।

হাঁসের ছানা ডানা মেলে
প্যাঁক প্যাঁক করে খাবার পেলে
দেখছি আমি চেয়ে,
একদিন যাবে বাড়ি ছেড়ে
মমতা সব যাবে হেরে
বারি আসে ধেয়ে।


আরো সংবাদ



premium cement