১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হেমন্ত

-

মাঠজুড়ে পাকা ধান
কৃষকের মুখে গান
কৃষাণীর হাসি,
মিঠেকড়া রোদ নামে
রোজ হলুদের খামে
খুশি রাশি রাশি।

সাদা মেঘ উড়ে যায়
দূর সবুজের গাঁয়
বাতাসের খেলা,
ঝলমলে দিন আসে
শিশিরের কণা হাসে
পাখিদের মেলা।

সুখ সুখ চারপাশে
মৌ মৌ ঘ্রাণ ভাসে
হিম বায়ু বয়,
চালতা বনের ফাঁকে
বউ কথা কও ডাকে
চাঁদ জেগে রয়।

চারদিকে বাজে রব
নবান্ন উৎসব
পায়েসের ধুম,
থালা ভরা পিঠাপুলি
মুখে মুখে ফোটে বুলি
উবে যায় ঘুম।


আরো সংবাদ



premium cement