২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন ডাকলে মন ছুটে যায়

-

বন ডাকলে মন ছুটে যায় ভাল্লাগেনা ঘরে
বনের সবুজ অবুঝ অবুঝ ভাব আনে অন্তরে।
যাই ছুটে ওই লেজ নাচানো কাঠবিড়ালির কাছে
ঝোপের মাঝে হয়তো কোনো পাখির ছানা আছে।

ডাকলে কোথায় টুনটুনিটা,পড়লে ছিঁড়ে পাতা
নেয় উড়িয়ে চপল হাওয়া আমার ছড়ার খাতা।
ছড়ার খাতা কুড়িয়ে নিয়ে যাই ছুটে কাশবনে
পাখনা তুলে হাঁসগুলো বেশ খেলছে আপন মনে।

পলাশ ফুলের লালচে আভা বন করেছে আলো
মন হারানো বনকে আমি বাসি দারুণ ভালো।
শেষ বিকেলের মায়ার আবেশ দেয় ছড়িয়ে আদর
হিজল তরু বিছিয়ে রাখে শুকনো পাতার চাদর।

আদর মায়া ছায়ায় মাখা বনটি আমায় টানে
দুপুরবেলা ঘুঘুর ডাকে আবেগ জাগায় প্রাণে।
বনের আঁধার বনের সবুজ সোহাগ দিয়ে গড়া
মায়ায় ভরা বন আমাকে নিত্য লেখায় ছড়া।


আরো সংবাদ



premium cement