২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

এলো শরৎ

-

ফুরফুরে মেঘ গাদা গাদা
নীল চাদরে মেঘের দাদা
নিজকে সাজায় এই শরতে
তুলোর মতো সাদা সাদা।

ঝলমলে রোদ নীলের ফাঁকে
ছুটছে পাখি ঝাঁকে ঝাঁকে
পথ হারিয়ে ঘুরছে একা
দূর আকাশে মদনটাকে!

জল টলমল নদীর জলে
আপন মনে কৌতূহলে
গাঙচিলেরা ফন্দি করে
মাছ শিকারে পড়ছে ঢলে।

ঝির-ঝির-ঝির অবিরত
কাশ ফুলেরা দুলছে যত
শীতল হাওয়ার ছোঁয়া পেয়েই
দুলছে যেন রীতিমতো।

লাউ ডুগডুগ একতারা মন
মানতে নারাজ কারো বারণ
ইরি ধানের বীজতলাতে
ব্যস্ত যেন সব চাষিগণ।

কী অপরূপ সোনার দেশে
শরত এলো হেঁসে হেঁসে
নতুন নতুন অনুভবেই
স্বদেশটাকে ভালোবেসে।


আরো সংবাদ



premium cement