২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঋতু বদলায়

-

হাসছে নিখিল, আকাশে নীল
ঝিলমিলে শরতে,
মেঘের মিছিল হাল্কা শিথিল
পরতে পরতে-

বৃষ্টি বিদায় প্রস্তুতি চায়
ঝরাচ্ছে শেষ ধারা,
চম্পা কেয়ায় ঝাপটা দেয়ায়
ফুলরা ঝরেই সারা!

মেঘের ফাঁকে রৌদ্র মাখে
রংধনু এক জোড়া,
আকাশ বাঁকে চলতে থাকে
হাল্কা মেঘের ওড়া-

ইলশেগুঁড়ি কী শুড়শুড়ি
লাগায় ঘাসের বনে
শিউলী কুঁড়ি হুড়োহুড়ি-
ফুল ঝরে একমনে!

বর্ষা বিদায়, শরৎ কি চায়
থাকতে বেশি আরো?
সব ঋতু হায় দু’মাসই পায়,
এর বেশি নয় কারো।


আরো সংবাদ



premium cement