২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

টুইটারের নতুন নিয়মে কাউকে ‘ব্লক’ করা যাবে না

টুইটারের নতুন নিয়মে কাউকে ‘ব্লক’ করা যাবে না - ছবি : সংগৃহীত

কিনে নেয়ার পর থেকে ‘মাইক্রো ব্লগিং সাইট’ টুইটারে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। কখনো ওই পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। কখনো আবার পরিবর্তনের পক্ষেই কথা বলেছে অনেকে। তবে সাম্প্রতিক যে বদলটি আনলেন ইলন, তাতে ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছে অনেকেই। এখন ‘এক্স’ নামে পরিচিত মাইক্রো ব্লগিং সাইটে কাউকে ‘ব্লক’ করার সুবিধা বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করেছেন ইলন।

টুইটারে যারা সক্রিয় থাকে, এমন ঘোষণার পর তারা বেশ বিরক্ত হয়েছে।

তবে ইলন জানিয়েছেন, ব্লক করার সুযোগ রাখার কোনো যৌক্তিকতা নেই।

অনেকের মতে, ব্লক ফিচার তুলে দিলে সমাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। কটূক্তি, কুরুচিকর মন্তব্য, নানা ধরনের অসামাজিক পোস্টের আধিক্য বাড়বে। যাদের পোস্ট দেখতে চায় না অথবা নিজের পোস্টে অন্য কারো অংশগ্রহণ না চাইলে ওই প্রোফাইলগুলো ব্লক করে দেয়াই উত্তম। কিন্তু মাস্কের সাম্প্রতিক ঘোষণায় ওই সুবিধা যে আর থাকছে না, তা স্পষ্ট।

শুধু টুইটার বলে তো নয়, সকল সামাজিক যোগাযোগমাধ্যমে অবাঞ্ছিত আনাগোনা ঠেকাতে এই ব্লক করার সুবিধা রাখা হয়েছে। অহেতুক বিরক্তির হাত থেকে বাঁচতে অপছন্দের ব্লক করে দেয়া সবচেয়ে সহজ পথ। তবে এখন থেকে টুইটারে ওই সুযোগ থাকছে না। তবে ব্লক করার সুযোগ না থাকলেও ‘মিউট’ করে দেয়া যাবে। অর্থাৎ, আপনি যদি কারো পোস্ট দেখতে না চান, সে ক্ষেত্রে তাকে মিউট করে রাখতে পারেন টুইটারে। যে প্রোফাইলটি মিউট করবেন, ওই প্রোফাইলের কোনো পোস্টের নোটিফিকেশন আসবে না। তবে টাইমলাইনে থেকে যাবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ‘ক্ষমা করা উচিত হয়নি’ : চাক শুমার নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি দিলো প্রশাসন জাকার্তায় আগুনে ৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই মনোহরদীতে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে দেখা মিলছে না সূর্যের বাবার কোলেই থাকতে চেয়েছিল শিশু আহাদ, এখন শুয়ে আছে কবরে পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা, জনজীবন ব্যাহত ট্রাম্পের উদযাপনের রাতে কমলা হ্যারিস যা করলেন ইন্দোনেশিয়ার বালিতে ভূমিধসে নিহত ৫ পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন : ডা. শফিকুর রহমান

সকল