০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভাইরাল ব্রেন ট্রিজার, ছবিটিতে কি ৩টি সংখ্যাই রয়েছে?

ভাইরাল ব্রেন ট্রিজার, ছবিটিতে কি ৩টি সংখ্যাই রয়েছে? - ছবি : সংগৃহীত

ব্রেন টিজার এমনই একটি মজার জিনিস, যা সমাধান করতে নানা রকমভাবে মজা পান অনেকেই। যারা ব্রেন টিজারের ভক্ত, তারা সকলেই জানেন, এমন জিনিস তিলে তিলে সমাধান করতে পারলে তার মজাই আলাদা। আর যারা এই ব্রেন টিজারের ভক্ত নন, তাদের কাছেও এই জিনিসটি আকর্ষক হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন মজাদার ব্রেন টিজার বহু দেখা যায়, এমনই একটি ব্রেন টিজার সদ্য ভাইরাল হয়েছে।

যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি সাদা পাতায় আপাত তিনটি সংখ্যা রয়েছে। আর সেই সংখ্যা হলো একে অপরের সাথে মিলিয়ে রয়েছে। তবে, যে পোস্ট থেকে এই চ্যালেঞ্জ রয়েছে, সেখানে দাবি করা হচ্ছে, তিনটি নয়, তার চেয়ে বেশি সংখ্যা ওইখানে রয়েছে। ফলে চ্যালেঞ্জ হলো, ওই পাতাতে কয়টি সংখ্যা রয়েছে, তা নিয়ে।

তবে পোস্টে দাবি করা হয়েছে, সেখানে চারটি সংখ্যা রয়েছে। এই পোস্ট ২০২২ সালে প্রকাশ্যে এলেও, তা ২০২৩ সালেও ভাইরাল হয়েছে। সদ্য এই পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে।

এই ধাঁধার উত্তর নিয়ে যে সব কমেন্ট এসেছে তাতে অনেকেই বলছেন, মোট সংখ্যা ৯টি রয়েছে। আর সেগুলো হলো- ৬,০,৮,৩,৯,২,৪,১,৭। এছাড়াও আরো একজন লিখছেন, এই লেখাটির মধ্যে রয়েছে ‘৬, ৮,৯,২,৪,১’ সংখ্যাগুলো। অনেকেই দাবি করছেন, সাত কিংবা ছয়টি সংখ্যা রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল