রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মার্চ ২০২৩, ১৭:৫৪, আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১৯:৪৫
রমজানে যখন অন্যান্য মুসলিম দেশগুলোতে মূল্যছাড়ের প্রতিযোগিতা চলে, তখন আমাদের দেশের অবস্থা হয় বিপরীত। এ সময় এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়াতে নানা অবৈধ কৌশলের আশ্রয় নেন।
কিন্তু এ রমজানে একটি কোম্পানি তাদের পণ্যের মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। তবে তাতে খুশি হওয়ার কারণ নেই। কারণ, ওই কোম্পানিটি হলো অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
রমজান উপলক্ষে যখন দেশে হালাল পণ্যে মূল্যছাড় দেয়ার কথা, তখন পবিত্র এ মাসে দাম কমানো হলো হারাম পণ্য মদের। এই বিষয়টিই মাওলানা মিজানুর রহমান আজহারিকে দুঃখ দিয়েছে।
তিনি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘এটা শুধুমাত্র কোনো হারাম পানীয়-এর বিজ্ঞাপণ নয়, এটা আমাদের হালাল পণ্যের কিছু কিছু ব্যবসায়ী ভাইদের জন্য এক লজ্জাজনক উদাহরণ।’
এই পোস্টের মন্তব্যের ঘরে মাওলানা আজহারি আরো লিখেছেন, ‘পবিত্র মাসে হারাম পণ্যের অফার চলে… অথচ হালাল পণ্যের ব্যবসায়ীরা হালাল পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আফসোস!’
সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মিজানুর রহমান আজহারির এ পোস্ট এখন রীতিমতো ভাইরাল। অনলাইনে সক্রিয়রাও তার কথার সাথে একাত্ম হয়ে দুঃখ প্রকাশ করেছেন।