০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

কওমি উদ্যোক্তা’র ২য় উদ্যোক্তা সম্মেলন রোববার

-

জনপ্রিয় ভার্চুয়াল বিজনেস গ্রুপ ‘কওমি উদ্যোক্তা’র ‘ দ্বিতীয় উদ্যোক্তা সম্মেলন’ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ‘সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে’ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘নিজের কথা কও’ শ্লোগানে ২০২০ সালের ২ জুন শুরু হয় কওমি উদ্যোক্তার পথচলা। কোভিড-১৯ ও লকডাউনে অর্থনৈতিক অস্থিরতার সময়ে যখন কর্মসংস্থান হারাচ্ছিল মানুষ, তখন ব্যবসা-বাণিজ্যের এই ভিন্নধর্মী প্লাটফর্ম আশা ও উদ্দিপনা জাগায় তরুণ আলেমদের। যেখান থেকে এ পর্যন্ত হাজারও তরুণ সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে। গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন অনেক কোম্পানি।

জানা যায়, সম্মেলনে ৫০০ তরুণ উদ্যোক্তা উপস্থিত হবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রডাক্ট নিয়ে যারা কাজ করছেন।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ব্যবসায়ী, উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার, স্যোশাল ওয়ার্কারসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসা ইত্যাদি বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা করবেন আলোচকরা।

‘কওমি উদ্যোক্তা’ ফাউন্ডার ও অ্যাডমিন মাওলানা রোকন রাইয়ান বলেন, ‘আমাদের উদ্যোক্তা সম্মেলন একটা নতুন আবহ নিয়ে আসে তরুণদের মধ্যে। এবারো সেই আগ্রহ উত্তেজনা বিরাজ করছে সম্মেলন ঘিরে।’

তিনি বলেন, ‘গত বছর ঢাকা চট্টগ্রামে দুটি সম্মেলনে অনুষ্ঠিত হয়। যাতে প্রায় এক হাজার তরুণ অংশ নিয়েছিলেন। তারা দিনশেষে বাড়ি ফিরেছেন একটু নতুন স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে। এবারো তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।’

গ্রুপের কো ফাউন্ডার হাফেজ মুমিনুল ইসলাম বলেন, ‘উদ্যোক্তাদের জন্য ব্রান্ডিংয়ের চেয়ে উপকারী আর কিছু নেই। যতটা না-পণ্য বিক্রির দিকে মনোনিবেশ করতে হবে, তারচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে নিজের ব্রান্ডিং বা প্রচারের দিকে। আমাদের উদ্যোক্তা সম্মেলন সেই ব্রান্ডিংয়ের বিশাল সুযোগ তৈরি করে দেয়।’

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এতে নিজ অঙ্গনে বরেণ্য ব্যক্তিরা আগমন করেছিলেন। আশা করা হচ্ছে, এবারের সম্মেলন দ্বিগুণ আশা জাগানিয়া হবে।


আরো সংবাদ



premium cement