দক্ষ জনবল তৈরিতে কাজ করছে স্কাইলার্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৩, ১০:১৬
ডিজিটাল বাংলাদেশ গড়তে ও আইটি সেক্টরকে এগিয়ে নিতে কাজ করছে স্কাইলার্ক। দক্শ জনবল গড়তে প্রতিমাসে দুটি ফিজিক্যাল ওয়ার্কশপের আযোজন করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব চলছে। প্রতিটি কাজে এখন প্রযুক্তির ব্যবহার চলছে। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে প্রতি মাসে দুটি ব্যাচে ২৫ জন করে ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। একটি ভালো মানের ইআরপি সফটওয়্যার রান করতে ভালো মানের হার্ডওয়্যারের পাশাপাশি দক্ষ জনবল প্রয়োজন। যা বাংলাদেশে আইটি সেক্টরে খুবই অভাব। যার কারণে কোনো একটা হার্ডওয়্যার সমস্যা হলে কোম্পানির হিসাব-কিতাব থেকে শুরু করে প্রডাকশনসহ সবকিছু বন্ধ হয়ে যায়। তাই প্রযুক্তিকে কাজে লাগাতে হলে দক্ষ জনবলের বিকল্প নেই।
জানা গেছে, স্কাইলার্ক সফট লিমিটেড মূলত ফটওয়্যার তৈরির পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে। তাই প্রতিষ্ঠানটি ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে এ সেক্টরে দক্ষ জনবল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি বলছে, বিশ্ব প্রতিনিয়িত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন প্রযুক্তির মধ্যে AI, IOT, Machine learning, Big Data, Cryptocurrency ইত্যাদি চারপাশে ছড়িয়ে পড়ছে। এসব প্রযুক্তির সাথে মানিয়ে নিতে দক্ষ জনবলের বিকল্প নেই।
প্রযুক্তির উৎকর্ষে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও হিসেবে আছেন বি এম শরীফ। তার এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে প্রসংশার দাবিদার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা