২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৫জি-র চেয়েও এক লাখ গুণ দ্রুত গতির ইন্টারনেট!

৫জি-র চেয়েও এক লাখ গুণ দ্রুত গতির ইন্টারনেট! - ছবি : সংগৃহীত

ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ০২ পেটাবিট। সহজ ভাষায় বললে, বর্তমানে ব্যবহৃত ৫জি ইন্টারনেট সেবার চেয়েও প্রায় এক লাখ গুণ বেশি গতিতে ‘ডেটা’ পরিবহন করার পদ্ধতি আবিষ্কার করে তাক লাগলেন জাপানি বিজ্ঞানীরা।

জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’-র ‘নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট’ বিভাগের বিজ্ঞানীদের দাবি, ‘মাল্টি-কোর ফাইবার’ ব্যবহার করে এমন অসাধ্যসাধন করেছেন তারা।

কিন্তু এই পেটাবিট বিষয়টি ঠিক কী? বিশেষজ্ঞরা বলছেন পেটাবিট বা পিবি হল ‘ডেটা’ পরিমাপের একটি বড় একক। ১ পেটাবিট ১ কোটি জিবি বা গিগাবাইটের সমতুল। ১ দশমিক ০২ পিবির গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫১ দশমিক ৪৯৯ কিলোমিটার। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১ লাখ ২৭ হাজার ৫০০ জিবি ডেটা পাঠানো সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।

কবে থেকে মিলতে পারে এই সেবা। জাপানি বিজ্ঞানীদের দাবি, বর্তমানে যে ‘অপটিক ফাইবার’ তার ব্যবহার করা হয়, সেই তারের মাধ্যমেই এই গতিবেগ পাওয়া সম্ভব। তাই সব কিছু ঠিকঠাক থাকলে খুব অল্প দিনের মধ্যেই এই সেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া সম্ভব।

সব মিলিয়ে জাপানি বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয়, তবে আমূল বদলে যেতে পারে ইন্টারনেট সেবার চেহারা। অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
বিদেশীসহ ৯ পাইলট বিমান ছেড়ে গেছেন বড়দিন উপলক্ষে রাজধানীতে থাকবে ব্যাপক নিরাপত্তা সিলেট-ঢাকা-সিলেট আকাশ পথে আকাশচুম্বী দাম টিকিটের আওয়ামী লীগসহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে : মো: নূরুল ইসলাম বুলবুল কালুরঘাট রেলসেতুর ফ্যাসিবাদীদের দেয়া দরপত্র বাতিলের দাবি সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে পৌনে ৪ হাজার কোটি টাকা! আন্দোলনে আহতদের দেখতে বিএসএমএমইউতে রিজভী সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি ঢাবি সাদা দলের বিজেপি বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার নৈতিক অধিকার রাখে না : সূর্যকান্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য জরুরি : খেলাফত মজলিস

সকল