১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান

একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান - ছবি : সংগৃহীত

জাপানের দুটি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে বলে জানা গেছে। চলতি বছরের মার্চ মাসে এই দুটি প্রতিষ্ঠান বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে একমত হয়। বিশেষত চীনের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

নিক্কেই ফিনান্সিয়াল টাইমসের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, হোন্ডা ও নিশানের এ আলোচনায় টেসলা এবং অন্যান্য বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের সাথে আরো ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে।

দুই প্রতিষ্ঠান এক বিবৃতি দিয়ে জানায়, একে অপরের শক্তিকে কাজে লাগাতে চলতি বছরের মার্চ মাসের ঘোষণা অনুযায়ী, হোন্ডা ও নিশান ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা চিহ্নিত করতে কাজ করছে।

হোন্ডার এক মুখপাত্র বুধবার বলেন, বৈদ্যুতিক গাড়ির প্রতি এ শিল্পের স্থানান্তরের মধ্যে অনেক গাড়ি নির্মাতা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি। চীনে ইভি উৎপাদন দ্রুত বেড়ে যাওয়ার ফলে এই প্রতিযোগিতা আরও বাড়ছে।

একীভূতকরণের বিষয়টি হোন্ডা ও নিশান সরাসরি অস্বীকার করছে না। তবে তারা জানিয়েছে, এটি এমন কিছু নয় যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মতো। এদিকে হোন্ডা ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ দ্বিগুণ করে ৬৫ বিলিয়ন করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা ২০৪০ সালের মধ্যে ১০০ শতাংশ বৈদ্যুতিক যানবাহন (ইভি) বিক্রি অর্জনের তিন বছর আগে নির্ধারিত তার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার অংশ।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল