৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের সাজ

কভারস্টোরি
-


এবারো ঈদ আসছে ভরা বর্ষায়। এক দিকে যেমন বৃষ্টিতে সাজগোজ ধুয়ে মুছে যাওয়ার সম্ভাবনা, অন্য দিকে ভ্যাপসা গরমে ঘেমে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। তাই বলে তো সাজগোজ একেবারে না করলেও চলবে না। ঈদ বলে কথা। তাহলে কেমন হবে এই ঈদের সাজ?

দিনের সাজে স্নিগ্ধতা
যেকোনো শুরু করতে হবে ময়েশ্চারাইজার দিয়ে। ময়েশ্চারাইজার এক দিকে যেমন ত্বক সতেজ রাখবে, অন্য দিকে মেকআপও বসবে ভালো। কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার ময়েশ্চারাইজারটি হয় অয়েল ফ্রি। ময়েশ্চারাইজারটা ত্বকে মিশে যাওয়ার পর সানস্ক্রিন লাগাতে ভুল করবেন না। সানস্ক্রিন শুকিয়ে এলে এবার লাগাতে হবে প্রাইমার। দিনের সাজে স্নিগ্ধতা ধরে রাখতে লাইট কভারেজ ফাউন্ডেশন বেছে নিন। এটি আপনাকে দেবে ন্যাচারাল লুক। ফাউন্ডেশনের একটি হালকা লেয়ার লাগান। ফাউন্ডেশনটি যেন লিকুইড এবং অয়েল ফ্রি যেন তা খেয়াল রাখবেন। ফাউন্ডেশনের রঙ আপনার ত্বকের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ফাউন্ডেশনের ওপর চোখের নিচের অংশে, থুতনির ডগায়, নাকের হাড়ের উপরের অংশে হালকা কন্সিলার লাগিয়ে নিন। কন্সিলার হবে ফাউন্ডেশনের চেয়ে এক শেড হালকা রঙের। চোখে লাগান হালকা রঙের শ্যাডো যাতে চোখ দুটো ন্যাচারাল মনে হয়। আই শ্যাডোর রঙ ফুটে ওঠার জন্য এবং তা দীর্ঘস্থায়ী রাখার জন্য শ্যাডো লাগানোর আগে আই প্রাইমার লাগিয়ে নিতে হবে। এরপর লাগিয়ে নিন পানি নিরোধক কাজল, আইলাইনার ও মাশকারা। লিপস্টিক ও ব্লাশঅন বেছে নিন হালকা রঙের। এই গরমে দিনের বেলায় বেশি গাঢ় রঙের লিপস্টিক ও ব্লাশঅন লাগালে সাজের স্নিগ্ধতা নষ্ট হয়ে যায়। এ সময় ভারী গ্লসি লিপস্টিকের জায়গায় হালকা রঙের ম্যাট লিপস্টিক, লিপটিন্ট, বা ম্যাট লিকুইড লিপ কালার লাগানো উচিত। সবশেষে মুখের এক ফুট দূর থেকে স্প্রে করুন মেক আপ সেটিং স্প্রে।
সন্ধ্যার জমকালো সাজ
ঈদের সন্ধ্যায় সাজটা হতে হবে জমকালো। সাজের শুরু করতে হবে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার দিয়ে। ময়েশ্চারাইজার মুখে সেট হয়ে এলে এবার লাগান প্রাইমার। এবার প্রাইমার সেট হয়ে গেলে লাগান কালার কারেক্টর। হাতের আঙুল বা বিউটি ব্লেন্ডার, অথবা ব্রাশের সাহায্যে চেহারার যেসব জায়গায় দাগ আছে যেমন চোখের নিচের ডার্ক সার্কেল, ব্রনের দাগ, ঠোঁটের দু’পাশের কালো দাগ ইত্যাদি ঢেকে দিন কালার কারেক্টর দিয়ে। একটু সময় দিন কালার কারেক্টর শুকাতে। তারপর লাগান মিডিয়াম টু হাই কভারেজ ফাউন্ডেশন। একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশন সারা মুখে ভালোভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন কোথাও কম কোথাও বেশি যেন না হয়। ফাউন্ডেশনটি যেন লিকুইড এবং অয়েল ফ্রি যেন তা খেয়াল রাখবেন। ফাউন্ডেশনের রঙ আপনার ত্বকের রঙের মতোও হতে পারে, চাইলে এক শেড বা দুই শেড হালকা রঙও বেছে নিতে পারেন রাতের মেকআপের জন্য। এবার চোখের নিচের অংশে, থুতনির ডগায়, নাকের হাড়ের ওপর লম্বালম্বিভাবে এবং নাকের ঠিক উপরে কপালের সামনের অংশে ফাউন্ডেশনের রঙের চেয়ে এক বা দুই শেড হালকা কন্সিলার লাগিয়ে নিন। এতে এই অংশগুলো বেশি উঁচু মনে হবে যা আপনার চেহারার সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলবে। এবার কনটোরিং করার পালা। কপালের উপরের অংশে, চিবুকের হাড়ের নিচের অংশে, নাকের হাড়ের দুই পাশে, দুই ভ্রƒর ওপরে এবং গালের একদম নিচের অংশে একটি ব্রাশ দিয়ে কনটোরিং করুন। এবার আইব্রো দুটো একে নিন সুন্দর শেপ করে। ভ্রƒ বেশি গাঢ় করবেন না। আপনার ভ্রƒর যে রঙ সেই রঙেরই আইব্রো পেন্সিল, বা পাউডার দিয়ে একে নিন ভ্রƒ। চোখে লাগান আই প্রাইমার। তার ওপর পছন্দমতো আই শ্যাডো লাগিয়ে নিন। রাতে গাঢ় রঙের শ্যাডো ভালো মানায়। ব্রো বোন হাইলাইট করে নিন। ব্লাশঅন লাগিয়ে নিন পছন্দসই রঙের, চিকবোনের ওপর। এবার মেকআপ সেটিং স্প্রে দিয়ে লক করে ফেলুন আপনার মেকআপ। হাইলাইটার দিয়ে হাইলাইট করুন নাকের হাড়ের ওপর, ব্লাশঅনের ওপর, থুতনির ডগা, উপরের ঠোঁটের কিউপিডস বো, ও আই ব্রোর উপরের উঁচু জায়গাটি। এরপর লাগিয়ে নিন পানি নিরোধক কাজল, আই লাইনার ও মাশকারা। লিপস্টিক লাগান মন মতো। রাতের সাজে গাঢ় রঙ বেছে নিতে কোনো বাঁধা নেই। এরপর পছন্দসই গয়না পরে নিলেই রাতের সাজ পরিপূর্ণ হয়ে গেল।


আরো সংবাদ



premium cement