১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

তারাদের রঙ-বেরঙের ফ্যাশন

-

অভিনেত্রী কৃতী স্যানন পরেছেন সবুজ ভেলভেটের শর্টহাতার গাউন। গাউনটির হাতা থেকে শুরু করে পেট পর্যন্ত কুঁচি। পেটের দুই পাশের অংশ ও পিঠের অংশ খোলা। গাউনটির নিচের অংশটি ফোলানো। মাঝে সিঁথি করে চুল টেনে পেছনে নিয়ে বাঁধা। চোখে সবুজ আইশ্যাডো ও ঠোঁটে হালকা লিপস্টিক। কানে ঝোলানো দুল।
গায়িকা সানিয়া লিজা পরেছেন হালকা গোলাপি রঙের পোশাক। গলাবন্ধ পোশাকটি লম্বায় হাঁটু পর্যন্ত। কনুই পর্যন্ত লম্বা হাতা দুটি স্বচ্ছ, হাতার শেষ প্রান্তে ঝুলওয়ালা লেইস। কানে পরেছেন লম্বা ঝোলানো মুক্তার দুল। বাম হাতে আছে ঘড়ি ও আঙুলে একটি আংটি, পায়ে গোলাপি ও কালোর মিশেলে অ্যাঙ্কেল স্ট্র্যাপ জুতো। চুল কার্ল করে সেট করা। গোলাপির সাথে মিলিয়ে করেছেন গোলাপি আভার মেকআপ।
জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার হোলি উৎসব উপলক্ষে পরেছেন সাদা সালোয়ার কামিজ। হলুদ রঙের ওড়নায় লাল ও নিলের মিশ্রণে জমকালো ফুলকারি কাজ। চুল সামনে সেট করে পেছনে ছেড়ে রাখা। হাতে ঘড়ি, কানে ছোট দুল, সাথে নিয়েছেন একদম হালকা মেকআপ।
রানভির সিং তার অদ্ভুত ফ্যাশনের জন্য সবসময় আলোচিত। এবারো ব্যতিক্রম হলো না। কালোর ওপর রঙ-বেরঙের নানা ধরনের নানা আকারের পাত্রের ছবিওয়ালা কোর্ট পরে হাজির তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কোর্টের নিচে কালো শার্ট, কালো বো টাই ও সাথে আছে কালো প্যান্ট। চোখে পরেছেন গোল ফ্রেমের রোদচশমা।


আরো সংবাদ



premium cement