১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

তারাদের রঙ-বেরঙের ফ্যাশন

-

জানভি কাপুর পরেছেন লং গাউন যেটা ক্যানক্যান দিয়ে অনেক ফোলানো। গাউনের রঙ বেগুনি ধাঁচের। এতে বেগুনির নানা শেডের বড় বড় সিকুইন্স বসানো। চুল কার্ল করে ছেড়ে রেখেছেন। চোখে সোনালি আইশ্যাডো ও ঠোঁটে গোলাপি লিপস্টিক। এই সাজের সাথে কোনো গয়না পরেননি জানভি।
ক্যাটরিনা কাইফ পরেছেন সাদার ওপর গোলাপি ও হলুদ ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা ও হাতাকাটা টপ। পায়ে সোনালি হিলের স্যান্ডেল। কানে পরেছেন বড় দুল, চুল মাঝ বরাবর সিঁথি করে খোলা রেখেছেন। পোশাকের ফুলের সাথে মিল করে মেকআপ নিয়েছেন। এই লেহেঙ্গাটির ডিজাইনার মনিশ মালহোত্রা।
মাধুরী দীক্ষিত পরেছেন ফুলহাতার লং গাউন। সাদা ও নিলের মিশেলে গাউনে গাঢ় খয়েরি রঙের ছোপ ছোপ প্রিন্ট। গাউনটির সামনে পুরোটা বোতাম। কোমরে গাঢ় খয়েরি রঙের বেল্ট, পায়ে গাঢ় খয়েরি রঙের দুই ফিতেওয়ালা স্যান্ডেল। চুল কার্ল করে ছেড়ে রাখা।
হোলি উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস পরেছেন সাদা পোশাক।
প্রিয়াঙ্কার সাদা পোশাকে হাতা ও বুকের অংশে নানা রঙের কাজ। নিচের দিকে ঘুরিয়ে কুঁচি। নিক জোনাসের সাদা পাঞ্জাবিতেও নানা রঙের মিশেলে চিকন বর্ডার।


আরো সংবাদ



premium cement