আর্টিজ্যানের ১৭ বছর
- সাতরঙ প্রতিবেদক
- ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ফ্যাশন ব্রান্ড আর্টিজ্যান ১৭ বছর পূর্ণ করবে ১ মার্চ। ডিজাইনার ও উদ্যোক্তা রাকিব হোসাইনের হাত ধরে ২০০৩ সালের ১ মার্চ আর্টিজ্যানের যাত্রা। ভালো ফেব্রিক্স, সময় উপযোগী ডিজাইন ও তুলনামূলক ন্যায্য দামের জন্য আর্টিজ্যান পরিচিতি পেয়েছে দেশব্যাপী। দেশের সব বড় শহরের পাশাপাশি জেলা-উপজেলা শহরেও পাওয়া যায় আর্টিজ্যানের পোশাক। তাদের প্রোডাক্ট তালিকায় আছেÑ শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও প্যান্ট। এ ছাড়া শীতের সময় প্রাধান্য থাকে হুডি ও জ্যাকেটে। খুচরার পাশাপাশি তাদের পণ্য পাইকারিও বিক্রি হয়। বিক্রয় কেন্দ্র : ৮১/৮২, (দ্বিতীয় তলা); ৩/৩২ (তৃতীয় তলা); ৬৯ (নিচতলা) ও ১১৭/১১৭-এ (দ্বিতীয় তলা) আজিজ সুপার মার্কেট শাহবাগ; শম্পা মার্কেট, রিং রোড, আদাবর; নিউমার্কেট, শেরপুর; এমএম টাওয়ার, সওদাগর পট্টি, ফেনী; ঝিলটুলী, ফরিদপুর; টাইন হল রোড, হবিগঞ্জ ও এশিয়ান টাওয়ার (তৃতীয় তলা), বাসস্ট্যান্ড, জয়দেবপুর, গাজীপুর।