অঞ্জনসের বসন্ত আয়োজন
- সাতরঙ প্রতিবেদক
- ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ষড় ঋতুর দেশ বাংলাদেশ। বাঙালির প্রিয় ঋতু বসন্ত। প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। বসন্ত মানেই প্রকৃতির চারদিকে ছড়িয়ে থাকা রঙের ছড়াছড়ি। এ জন্য বসন্ত সবাইকে আলাদাভাবে আকৃষ্ট করে। বসন্তের এই রূপকে বরণ করে নেয়ার জন্য মুখিয়ে থাকেন তরুণ-তরুণীরা। বসন্তের এই উৎসবমুখর এ দিনটিকে উদযাপন করার জন্য অঞ্জনস প্রতি বছর বিশেষ আয়োজন করে থাকে।
ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস নিয়ে অঞ্জনসের এবারের বসন্ত আয়োজন। এ ছাড়াও বিভিন্ন ডিজাইনের গয়না পাওয়া যাবে এবারের আয়োজনে।। শিশু- কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। এবারের থিম হিসেবে বেছে নেয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রঙ বেশি প্রাধান্য পেয়েছে এবারের বসন্তের আয়োজনে। ডিজাইনেও বেশ বৈচিত্র্য থাকছে। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য পেয়েছে। কাপড় হিসেবে বেছে নেয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন এবারের বসন্তের আয়োজনে।