২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাটাকুটির ১ ডজন টিপস

-

সবজির খোসা যতটা সম্ভব পাতলা করে ফেলুন। কারণ, খোসার নিচেই খনিজ ও ভিটামিন বেশি থাকে। তাই খোসা বেশি করে ফেলে দিলে ভিটামিনও চলে যায়।

কাটাকুটি করা তো প্রতিদিনের কাজ। তবে কাটাকুটি করার সময় মনে রাখা প্রয়োজন কয়েকটি বিষয়Ñ
হ সবজির জলীয় অংশ ও ভিটামিন অক্ষুণœ রাখতে সবজি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিন। তারপর কাটুন। কারণ, কাটার পর ধুলে এর জলীয় উপাদানসহ অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়।
হ সবজির খোসা যতটা সম্ভব পাতলা করে ফেলুন। কারণ, খোসার নিচেই খনিজ ও ভিটামিন বেশি থাকে। তাই খোসা বেশি করে ফেলে দিলে ভিটামিনও চলে যায়।
হ রঙ ঠিক রাখার জন্য আলু ও বেগুন কাটার পর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।
হ সবজি সেদ্ধ পানি ফেলে না দিয়ে বরং ঝোল দিতে ব্যবহার করুন। পানির সাথে যে ভিটামিনগুলো বেরিয়ে গিয়েছিল সেগুলোর অপচয় হবে না।
হ আপেল কাটার পর কালো হতে থাকে। এর থেকে রক্ষা পেতে আপেল কাটার পর এতে লেবুর রস মেখে রাখুন। কালো হবে না।
হ কাঁচামরিচ সংরক্ষণ করার আগে এর বোঁটা ফেলে দিন। অনেক দিন তাজা থাকবে।
হ পেঁয়াজ দুই ভাগ করে পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কুচি করুন। চোখে পানি আসবে না।
হ বাদামের খোসা সহজে ছাড়াতে বাদাম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। সহজে খুলে যাবে।
হ ফ্রিজে সবজি ও ফল রাখার সময় ব্রাউন পেপারে মুড়ে রাখুন। তাজা থাকবে।
হ ড্রাই ফ্রুটস কাটার আগে এগুলো ১ ঘণ্টা ফ্রিজে রাখুন এবং ছুরি গরম পানিতে ডুবিয়ে নিয়ে তারপর কাটুন। সহজে টুকরো হবে।
হ সবুজ শাক বা সবজি ভাপ দেয়ার পর বরফ পানিতে দিন- রঙ একই থাকবে।
হ রসুনের খোসা সহজে ছাড়াতে সামান্য থেঁতো করে নিন। সবজির খোসা ফেলে না দিয়ে গাছে সার হিসেবে ব্যবহার করতে পারেন।

 

 


আরো সংবাদ



premium cement
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’

সকল