২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বনানীতে জিওর্দানোর আউটলেট

-

রাজধানীর বনানীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো হংকং বেজড বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জিওর্দানোর চতুর্থ আউটলেট। সম্প্রতি বনানীর ১১ নম্বর রোডের এফ ব্লকের বাড়ি নং ৫৪ তে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, গাজী টিভির চিফ এডিটর সৈয়দ ইসতিয়াক রেজা ও অতিরিক্ত সচিব মাহবুব রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিওর্দানোর বাংলাদেশে এক্সক্লুসিভ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নীরা ইন্টারন্যাশনালের উপদেষ্টা প্রফেসর লাইজু আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আবদুল্লাহ মোহাইমেন, ডিজাইনার প্রকৌশলী মাকসুদুল হক প্রমুখ।
বনানীর জিওর্দানো আউটলেট সূত্রে জানা যায়, ১২৫০ বর্গফুটের এই আন্তর্জাতিক স্টোরে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য অত্যাধুনিক টেক্সটাইল প্রযুক্তিতে তৈরি উচ্চমানের স্টাইলিস্ট টি-শার্ট, পলো টি-শার্ট, অক্সফোর্ড শার্ট, রিঙ্কেল ফ্রি শার্ট, প্যান্ট, জিন্স, জগার, শর্টস, ক্যাপ, ইনারওয়ার, চশমা, ঘড়ি, জুতা, লেদার আইটেমসহ জিওর্দানোর সব পণ্য পাওয়া যাবে। জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন জানান, জিওর্দানোর পণ্য কিনতে আমাদের দেশের মানুষকে কষ্ট করে আর ব্যাংকক, মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে হবে না। ক্রেতারা এখন ঢাকা থেকেই জিওর্দানোর পণ্য কিনতে পারবেন। বনানীর এই আউটলেটটিসহ রাজধানীতে এখন আমাদের চারটি আউটলেট রয়েছে। এসব আউটলেট থেকে ক্রেতারা মানসম্পন্ন পণ্য কিনতে পারবেন। বনানীর আউটলেটটির উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন জিওর্দানোর সব আউটলেটে সব পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় থাকবে।


আরো সংবাদ



premium cement