২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভ্যাসলিনের সোস্যাল অ্যাম্বাসেডর অভিনেত্রী বিপাশা হায়াত উদ্বোধন করলেন ২০১৯ জনস্বার্থে সেবা মূলক প্রজেক্ট ভ্যাসলিন হিলিং প্রজেক্ট

-

‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ২০১৯’-এর উদ্বোধন করলেন ভ্যাসলিন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। গত রবিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এবারের প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
সুবিধাবঞ্চিত মানুষদের ত্বকের সুস্থতায় সাহায্য করতে বিগত চার বছরের মতো এবারো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্দেশ্যে নেয়া হয়েছে সেবামূলক এই উদ্যোগ। এই উপলক্ষে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটি কিয়স্কও উন্মুক্ত করেন তিনি।
আনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন একটি উদ্যোগের সাথে দীর্ঘদিন থাকতে পারায় জনপ্রিয় এই অভিনেত্রী জানান নিজের ভালো লাগার কথা। সেইসাথে বলেন, ‘আগের বছরগুলোতে ভ্যাসলিনের কার্যক্রমের সাথে জড়িত থাকার সুবাদে খুব কাছ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের শীতকালীন সমস্যাগুলো দেখার সুযোগ হয়েছে। ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ উদ্যোগের সাথে থেকে আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ-এর পক্ষ থেকে স্কিন কেয়ার বিভাগের ক্যাটাগরি হেড নুরুল মনোয়রসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিলিভার থকে জানানো হয়, বিগত বছরগুলোতে ভ্যাসলিন ও পার্টনার সংস্থা টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) একত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্থ ও সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগটি অনেক প্রশংসিত হয়েছে এবং সাধারণ মানুষকে দিতে পেরেছে সহযোগিতা। ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে এ বছর প্রায় তিন লাখের বেশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভ্যাসলিন ও ত্বক সংক্রান্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছেন তারা।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত মানুষকে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার জন্য সর্বসাধারণের ডোনেশনের সুবিধার্থে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ছাড়াও ঢাকার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি কিয়স্ক স্থাপন করা হবে। এবার অনলাইনেও অংশগ্রহণ করা যাবে ঝযধলমড়ল.পড়স এর মাধ্যমে। ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ স¤পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ‘ভ্যাসলিন’-এর ফেসবুক পেজে।


আরো সংবাদ



premium cement